Image
ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
101. হোম অ্যাপ্লায়েন্স কত প্রকার?
৮ প্রকার
৯ প্রকার
১০ প্রকার
১১ প্রকার
102. তাপনীতির উপর ভিত্তি করে যে অ্যাপ্লায়েন্স কাজ করে-
বৈদ্যুতিক ইস্ত্রি
ইলেকট্রিক ফ্যান
ব্লোয়ার
ওয়াশিং মেশিন
104. একটি সিলিং ফ্যানে ক্যাপাসিটর বসানো হয়-
মূল কুণ্ডলীতে
সহায়ক কুণ্ডলীতে
উভয় কুণ্ডলীতে
লাইন ও নিউট্রালের মাঝে
105. বৈদ্যুতিক ইস্ত্রির তাপমাত্রা কন্ট্রোল করে কোনটি?
ইনসুলেটিং
হিটিং এলিমেন্ট
ইন্ডিকেটর ল্যাম্প
থার্মোস্ট্যাট
106. ইঞ্জিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় খোলে?
160°F
170°F
180°F
200°F
107. ক্লিনিং অ্যাপ্লায়েন্স কোনটি?
ওয়াশিং মেশিন
ইলেকট্রিক শেভার
রাইস কুকার
ক এবং খ
108. বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়-
টাংস্টেন তার
নাইক্রোম তার
ইউরেকা তার
কার্বন তার
110. কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্স কোনটি?
হেয়ার ড্রায়ার
ইলেকট্রিক শেভার
ওয়াশিং মেশিন
ক এবং খ
111. রুম হিটারে কী প্রক্রিয়ায় উৎপন্ন তাপ বাতাসে ছড়িয়ে পড়ে?
পরিবহন
বিকিরণ
পরিচলন
ক ও খ
112. ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরের প্রধান অসুবিধা হলো-
এটি খুব দামি
এটি সহজেই বেশি গরম হয়ে যায়
এতে বেশি শক্তি অপচয় হয়
এটি ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স তৈরি করে
113. বৈদ্যুতিক ইস্ত্রির মাইকা শিট কী হিসাবে কাজ করে?
পরিবাহী
অর্ধপরিবাহী
অপরবাহী
কওখ
114. ইন্ডিকেটর ল্যাম্পটি কত ভোল্টের হয়?
IV থেকে 1.5V
1.5V থেকে 3V
2V থেকে 4V
3V থেকে 4.5V
115. ইস্ত্রিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় বন্ধ হয়?
160°F
170°F
180°F
200°F
117. কিচেন অ্যাপ্লায়েন্স কোনটি?
মাইক্রোওয়েভ ওভেন
ওয়াশিং মেশিন
হেয়ার ড্রায়ার
ভ্যাকুয়াম ক্লিনার
118. লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে আয়রনের তাপমাত্রা কত থাকতে হয়?
500°F
400°F
200°F
150°F
119. ইস্ত্রির “থার্মোস্ট্যাট” কী পদার্থের তৈরি?
স্টিল
সিলভার
লোহা
ক ও খ
120. ইস্ত্রির ওয়াট কী কী ধরনের হয়, লেখ।
100W
400W
200W
1000W