Image
ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ইন্ড মেজেরিং ইন্সট্রুমেন্ট MCQ
82. ডিসি অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধির জন্য --- ব্যবহার করতে হয়।
ইন্ডাস্ট্যান্স
কারেন্ট ট্রান্সফরমার
ক্যাপাসিটর
শান্ট
83. বহুল ব্যবহৃত এনার্জি মিটার-
ইলেকট্রোলাইটিক মিটার
ইন্ডাকশন মোটর মিটার
কমুটেটর মোটর মিটার
মার্কারি মোটর মিটার
85. বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎশক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
তাপশক্তি
রাসায়নিক শক্তি
শব্দশক্তি
আলোক শক্তি
86. বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয়?
গ্যাস ওয়েল্ডিং
রেজিস্ট্যান্স
থার্মিট
সবগুলো
87. নিচের কোন ইনস্ট্রুমেন্টটি হিসটেরেসিস এবং এডি কারেন্ট লস মুক্ত?
মুভিং আয়রন
ইলেকট্রোস্ট্যাটিক
মুভিং কয়েল
ইলেকট্রো-ডায়নামিক
90. পারমানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে যে ড্যাম্পিং ব্যবহার করা হয়, তা হলো-
এয়ার ফ্রিকশন ড্যাম্পিং
ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং
এডি কারেন্ট ড্যাম্পিং
কোনোটিই নয়
91. লোহার পাইপ তৈরি করা হয় কোন প্রক্রিয়ায়?
ডাই কাস্টিং
স্ল্যাশ কাস্টিং
সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং
কোনোটিই নয়
92. রেক্টিফায়ার ইনস্ট্রমেন্টে রেক্টিফায়ার হিসাবে ব্যবহৃত হয়---
কপার অক্সাইড
জার্মেনিয়াম
সিলিকন ক্রিস্টাল ডায়োড
সিলিকন অক্সাইড
93. কোন যন্ত্রের সাহায্যে একটি কোষের তড়িচ্চালক শক্তি নির্ণয় করা যায়?
অ্যামিটার
ওহমমিটার
গ্যালভানোমিটার
পটেনশিওমিটার
94. কোন যন্ত্রে বার্নোলির সূত্র ব্যবহার করা হয়?
ভেনচুরিমিটার
পিউটটিউব
অরিফিস
সবগুলো
95. নিচের কোনটি মেল্টিং ফারনেস?
রোটারি
রাস্ট ফার্নেস
পট ফার্নেস
ক্রসিবল ফার্নেস
96. ট্রানজিস্টর রেডিও চেকিং-এর জন্য অতীব প্রয়োজনীয় একক ইনস্ট্রুমেন্ট কোনটি?
VOM
ফ্রিকুয়েন্সি মিটার
মিলিমিটার
ওয়াটমিটার
97. একটি 15V, 1000Ω ভোল্টমিটার দিয়ে 150V পর্যন্ত পরিমাপ করতে হলে এর সাথে কত শ্রেণি সমবায় রোধক যোগ করতে হবে?
1000Ω
900Ω
90Ω
9000Ω
98. কোনটি সূর্য সিগন্যালের অন্তর্ভুক্ত?
হেলিউগ্রাফ
পোল সিগন্যাল
টার্গেট সিগন্যাল
ম্যাগনেশিয়ামের বাতি
99. এনার্জি মিটার দ্বারা কী মাপা হয়?
ভোল্ট
অ্যাম্পিয়ার
কিলোওয়াট-আওয়ার
কিলোওয়াট
100. একটি Ammeter-এর Range প্রসারের জন্য কোন Instrument ট্রান্সফরমার ব্যবহার হয়?
কারেন্ট ট্রান্সফরমার (CT)
ভোল্টেজ Transformer
Power ট্রান্সফরমার
কোনোটিই না