EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
121. মাল্টি প্রসেস/মাল্টি পজিশনিং ওয়েন্ডিং পদ্ধতি কোনটি?
Seam
Soldering
Projection
কোনোটিই নয়
ব্যাখ্যা: সিম ওয়েল্ডিং (Seam welding) : সিম ওয়েল্ডিং এক ধরনের রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। ইলেকট্রিক কারেন্ট এবং চাপের সাহায্যে দুটি অনুরূপ অথবা পৃথক পৃথক মালামাল জোড়া দেওয়ার পদ্ধতিই হলো সিম ওয়েল্ডিং। সোল্ডারিং: দুই বা ততোধিক ধাতুকে জোড়া দেওয়ার সময় তাদের না গলিয়ে জোড়া স্থানে 840°F (450℃) তাপমাত্রার চেয়ে কম গলনাঙ্কের ফিলার ধাতু বা সোল্ডার নামক ধাতু গলিয়ে জোড়া দেওয়ার পদ্ধতিকে সোল্ডারিং বলে। গোল্ড, সিলভার, কপার, ব্রাশ এবং লোহা ইত্যাদি বেস মেটালকে সোল্ডারিং করা যায়। সাধারণত সোল্ডার সিসার (Lead) তৈরি হয়ে থাকে। সোল্ডারিং প্রক্রিয়ায় ফ্লাক্স (Flux) ব্যবহারের প্রয়োজন পড়ে না।
122. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ফ্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
ব্যাখ্যা: রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ হলো ফ্রেয়নকে সংকুচিত করে চাপ বাড়ানো। চাপ বাড়লে তাপ ও তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে ফ্রিজ ঠান্ডা থাকে।
123. কোনটি বয়লার মাউন্টিং?
সেফটি ভালভ
ইকোনোমাইজার
সুপারহিটার
কোনোটিই নয়
ব্যাখ্যা: বয়লার মাউন্টিংস (Boiler mountings) : (ক) ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator) (খ) প্রেসার গেজ (Pressure gauge) (গ) সেফটি ভালভস (Safety valves) (ঘ) স্টপ ভালভস (Stop valves) (ঙ) ফিড চেক ভালভস (Feed check valves) (চ) ফিউজিবল প্লাগ (Fusible plug)। বয়লার অ্যাকসেসরিজ (Boiler accessories) : (ক) ফিড পাম্প (Feed pump) (খ) সুপারহিটার (Superheater) (গ) ইকোনোমাইজার (Economizer) (ঘ) এয়ার প্রিহিটার (Air preheater) (চ) ইনজেক্টর (Enjector) |
124. ভ্যাকুয়াম টিউবের মধ্যে ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত ইলেকট্রোডের নাম-
অ্যামিটার
কালেক্টর
গ্রিড
কোনোটিই নয়
ব্যাখ্যা: গ্রিড ব্যবহার করে ইলেকট্রন প্রবাহকে একটি নির্দিষ্ট দিকে চালনা করা হয়। গ্রিড মূলত একটি নলাকার পর্দা অথবা ক্যাথোডের উপর প্যাঁচানো সূক্ষ্ম তার, যার মধ্য দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়।
125. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস থাকার কারণে কত ডিগ্রি তাপমাত্রায়ও টাংস্টেন বাষ্পীভূত হয় না?
3100°C
2700°C
2200°C
2000°C
126. একটি গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়?
PV = constant
PVγ =constant
PV0 = constant
PV∝ = constant
ব্যাখ্যা: রুদ্ধতাপীয় প্রক্রিয়া (রিভারসিবল এডিয়াবেটিক প্রসেস)-এর ক্ষেত্রে, PVγ = constant এই সূত্র ব্যবহৃত হয়।
127. অন্তর্দহন (IC) ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা (Mechanical efficiency)-
IHP/BHP
BHP/IHP
BHP/FHP
FHP/BHP
ব্যাখ্যা: ইঞ্জিনের ব্রেক অশ্বক্ষমতা (BHP) এবং ইন্ডিকেটেড অশ্বক্ষমতার (IHP) সম্পর্ক বা অনুপাতকে যান্ত্রিক দক্ষতা বলে। ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটে ব্রেক অশ্বক্ষমতা এবং সিলিন্ডারের দহন প্রকোষ্ঠে বাতাস ও জ্বালানি মিশ্রণের দহন ঘটলে সেখানে ইন্ডিকেটেড অশ্বক্ষমতা উৎপন্ন হয়।
128. এক অশ্বক্ষমতা সমান-
৭৩৬ ওয়াট
৭৪৯ ওয়াট
৭৪৬ ওয়াট
৭৩৭ ওয়াট
ব্যাখ্যা: মেট্রিক পদ্ধতিতে, এক অশ্বক্ষমতা (1 HP) = 735.5 ওয়াট = 736 ওয়াট। ব্রিটিশ পদ্ধতিতে (অথবা ইলেকট্রিক্যাল) এক অশ্বক্ষমতা (1) HP) = 746 ওয়াট।
129. ১টি 1 ton AC ১ ঘণ্টা চালু থাকলে কত বিদ্যুৎ খরচ হবে?
1 kWh
1.5 kWh
2 kWh
3 kWh
ব্যাখ্যা: সাধারণত, ITon AC-তে পাওয়ার খরচ হয় 1000W। আর যেহেতু Ihr চলবে, তাই বিদ্যুৎ খরচ = 1000W x 1hr = 1000Whr = 1kWh একইভাবে, 1.5 Ton cooling = 1500W 2 Ton cooling = 2000W
130. পিটটটিউব কেন ব্যবহার করা হয়?
তরলের ঘনত্ব নির্ণয়ে
তরলের চাপ নির্ণয়ে
তরলের দিক নির্ণয়ে
তরলের গতি নির্ণয়ে
ব্যাখ্যা: ক) তরলের ঘনত্ব নির্ণয় করার জন্যহাইড্রোমিটার ব্যবহার করা হয়। খ) তরলের চাপ নির্ণয়ের জন্য ম্যানোমিটার ব্যবহার করা হয়। গ) রোটামিটার, অরিফিস ও ভেনচুরি দ্বারা তরলের প্রবাহ নির্ণয় করা হয়। ঘ) পিটট টিউব দ্বারা তরলের গতি নির্ণয় করা হয়।
132. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
রান্নার জন্য তাপের সঙ্গে চাপও কাজে লাগে
বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চ চাপে তাপ ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
ব্যাখ্যা: প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ হলো প্রেসার কুকারে তাপের সঙ্গে চাপও বৃদ্ধি পেয়ে রান্না তাড়াতাড়ি হয়।
133. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
আর্ক ওয়েল্ডিং
ঘর্ষণ ওয়েল্ডিং
থারমিট ওয়েল্ডিং
কোনোটিই নয়
ব্যাখ্যা: ফিউশন ওয়েল্ডিং (Fusion welding): যখন দুটি ধাতব খণ্ডকে গলন তাপমাত্রায় উত্তপ্ত করে গলিত অবস্থায় কোনোপ্রকার চাপ প্রয়োগ ছাড়া জোড়া দেওয়া হয়, তাকে ফিউশন ওয়েল্ডিং বলে। এ পদ্ধতিতে ফিলার মেটাল ব্যবহার করা হয়। যেমন- গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং ইত্যাদি। নন-ফিউশন ওয়েল্ডিং (Non-fusion welding) : যখন দুটি ধাতব খণ্ডকে গলন তাপমাত্রার নিচে একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করে অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগে জোড়া দেওয়া হয়, তখন তাকে নন-ফিউশন ওয়েল্ডিং বলে। যেমন- ফোর্জ ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ফ্রিকশন বা ঘর্ষণ ওয়েল্ডিং ইত্যাদি।
134. আবাসিক ফ্যান, বাতি ইত্যাদিতে কত ভোল্ট ব্যবহার করা হয়?
২৩০ ভোল্ট
৪০০ ভোল্ট
৪১৫ ভোল্ট
১১০ ভোল্ট
ব্যাখ্যা: বাসাবাড়িতে ব্যবহৃত ভোল্টেজ হলো ২৩০ ভোল্ট।
135. কোনটিতে ফ্লাক্স/ফিলার মেটাল ব্যবহৃত হয়?
গ্যাস ওয়েল্ডিং
আর্ক ওয়েল্ডিং
মিগ ওয়েল্ডিং
টিগ ওয়েল্ডিং
ব্যাখ্যা: (ক) গ্যাস ওয়েল্ডিং-এ গ্যাস ও অক্সিজেনের সংমিশ্রণে প্রজ্বলনে সৃষ্ট প্রচণ্ড উত্তাপে ব্যবহার করে দুই বা ততোধিক ধাতব খণ্ডের মধ্যে জোড়া দেওয়া হয়। (খ) আর্কং ওয়েল্ডিং-এর সময় যে ওয়েল্ডিং রড বৈদ্যুতিক আর্ক এবং ইলেকট্রোড হোল্ডার-এর মধ্যে বিদ্যুৎপ্রবা করে জয়েন্ট করা হয়। আর এটি করা হয় ইলেকট্রোড দ্বারা। (গ) মিগ ওয়েল্ডিং-এ ফিলার মেটাল ব্যবহার করা হয়। আর এটিকে ক্ষয়িষ্ণু ইলেকট্রোড বলা হয়। (ঘ) টিগ ওয়েল্ডিং-এ ক্ষয়িষ্ণু টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার করা হয়।
137. ইউনিট সমান কত কিলোক্যালরি?
৮৫০ কিলোক্যালরি
৮৬০ কিলোক্যালরি
৮৪০ কিলোক্যালরি
৮৭০ কিলোক্যালরি
139. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
ব্যাখ্যা: রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। কারণ, এ অবস্থায় বিদ্যুৎপ্রবাহ একই হয়।
140. কেনো শক্ত ধাতবের তাপমাত্রা বৃদ্ধি করলে তার পরিবাহিতা কী হবে?
কমবে
বাড়বে
সমান থাকবে
কোনোটিই নয়
ব্যাখ্যা: কোনো ধাতবের তাপমাত্রা বৃদ্ধি করলে তার পরিবাহিতা বাড়ে আর তাপমাত্রা হ্রাস করলে তার পরিবাহিতা কমে।