Image
MCQ
121. কোনটিতে ফ্লাক্স/ফিলার মেটাল ব্যবহৃত হয়?
গ্যাস ওয়েল্ডিং
আর্ক ওয়েল্ডিং
মিগ ওয়েল্ডিং
টিগ ওয়েল্ডিং
122. ইউনিট সমান কত কিলোক্যালরি?
৮৫০ কিলোক্যালরি
৮৬০ কিলোক্যালরি
৮৪০ কিলোক্যালরি
৮৭০ কিলোক্যালরি
123. ভ্যাকুয়াম টিউবের মধ্যে ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত ইলেকট্রোডের নাম-
অ্যামিটার
কালেক্টর
গ্রিড
কোনোটিই নয়
125. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
126. আবাসিক ফ্যান, বাতি ইত্যাদিতে কত ভোল্ট ব্যবহার করা হয়?
২৩০ ভোল্ট
৪০০ ভোল্ট
৪১৫ ভোল্ট
১১০ ভোল্ট
127. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
আর্ক ওয়েল্ডিং
ঘর্ষণ ওয়েল্ডিং
থারমিট ওয়েল্ডিং
কোনোটিই নয়
128. মাল্টি প্রসেস/মাল্টি পজিশনিং ওয়েন্ডিং পদ্ধতি কোনটি?
Seam
Soldering
Projection
কোনোটিই নয়
129. কেনো শক্ত ধাতবের তাপমাত্রা বৃদ্ধি করলে তার পরিবাহিতা কী হবে?
কমবে
বাড়বে
সমান থাকবে
কোনোটিই নয়
130. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
রান্নার জন্য তাপের সঙ্গে চাপও কাজে লাগে
বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চ চাপে তাপ ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
132. কোনটি বয়লার মাউন্টিং?
সেফটি ভালভ
ইকোনোমাইজার
সুপারহিটার
কোনোটিই নয়
137. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস থাকার কারণে কত ডিগ্রি তাপমাত্রায়ও টাংস্টেন বাষ্পীভূত হয় না?
3100°C
2700°C
2200°C
2000°C
138. পিটটটিউব কেন ব্যবহার করা হয়?
তরলের ঘনত্ব নির্ণয়ে
তরলের চাপ নির্ণয়ে
তরলের দিক নির্ণয়ে
তরলের গতি নির্ণয়ে
139. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ফ্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
140. একটি গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়?
PV = constant
PVγ =constant
PV0 = constant
PV∝ = constant