MCQ
141. বাইনারি ০, ১ কে কী বলে?
বাইট
কিলোবাইট
ডিজিট
বিট
Himalay Sen Sir
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: যে সংখ্যা পদ্ধতিতে । এবং। এই দুটিমাত্র সংখ্যা বা অংক ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। মোট দুটি অংক ব্যবহারের কারণেই এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। যেমন- (১০১)২, (১০০০১)২, (১০০০.১১১)২ ইত্যাদি হলো বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ। এ পদ্ধতির ০ এবং । এই অংক দুটিকে সংক্ষেপে বিট (Binary থেকে Bi এবং Digit থেকে। নিয়ে Bit) বলা হয়। ০ এবং 1-কে বিভিন্নভাবে সাজিয়ে যে-কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা সম্ভব। যেমন- দশমিক সংখ্যা 127 বাইনারি সংখ্য পদ্ধতিতে 100000111
142. ডমেস্টিক রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স (COP) হলো-
১.০-এর সমান
১.০-এর কম
১.০-এর বেশি
উপরের সবগুলোই সঠিক
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: COP সবসময় 1-এর বেশি হয়। [COP>1]
(ক) রেফ্রিজারেশনের COP হয় 1-এর বেশি। [COPR > 1]
(খ) হিট পাম্পের COP হয় COPR-এর বেশি। [COPH >
COPR
.: COPH > COPR> 1
143. যে-কোনো মুহুর্তে বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো-
ওয়াটার লেবেল ইন্ডিকেটর
ফিড চেক ভাল্ড
ব্লো-অফ কক
স্টপ ভালভ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: বয়লারের ভেতরের পানির লেভেল বাইরে থেকে দেখার জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এটি একটি নিরাপত্তামূলক ডিভাইস, যার ওপর বয়লারের সঠিক কার্যক্রম নির্ভর করে।