MCQ
901. একটি T-T ট্রান্সফরমারের নিচের কোন ট্রান্সফরমারের সাথে প্যারালেল সংযোগ সম্ভব নয়?
V-V
Y-Y
Y- Δ
Δ- Δ
902. লোডেড অবস্থায় অল্টারনেটরের Voltage Drop-এর কারণ?
Armature রেজিস্ট্যান্স
Armature Reactance
Armature Reaction
সব কয়টি
903. % Voltage Regulation-এর ভিত্তিতে কোন জেনারাটর উত্তম--
100%
50%
75%
0%
904. একটি 3-phase distribution Transformer-এর primary secondary connection কী ধরনের হয়?
Δ-Υ
Y-Y
Υ-Δ
Δ- Δ
905. রোবটের অ্যাকচুয়েটর কী?
ইলেকট্রিক মোটর
তাপ নির্গমন
ব্যাটারি
ন্যানোটিউব
906. Transformer oil ব্যবহার করে কী কাজ সম্পাদন করা হয়?
Cooling
Insulation
Colling এবং Insulation
Lubrication
907. একটি Transformer-এ কী কী ধরনের Power loss হয়?
Hysteresis loss
Iron loss
Iron loss copper loss
Eddy current loss
908. খ্রি-টু-থ্রি ফেজ ট্রান্সফরমার কানেকশন নিচের কোন প্যারালাল কম্বিনেশনে সম্ভব নয়?
Υ-Υ টু Δ- Δ
Y-Y টু Y-Y
Y- Δ টু Δ- Δ
Y- Δ টু Δ-Y
909. ট্রান্সফর্মারের Primary Secondary ckt-এ কোনটি অপরিবর্তিত থাকে?
Power
VA
Current
Voltage
910. ১০ পোল এবং 50Hz এর একটি খ্রি-ফেজ * ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড খবে-
300 rpm
600 гpm
1000 rpm
1200 rpm
911. একটা 3 ফেইজ ইন্ডাকশন মোটরের দক্ষতা (efficiency) কত?
S
N
I-S
N3
912. Magnetic loss জেনারেটরের কোন অংশে হয়?
কপার তারে
ব্রাসে
লোহার অংশে
কোনোটিই নয়
913. কোনো অল্টারনেটরের P=4, N= 1200 rmp হলে; f=?
50Hz
60Hz
40Hz
4800Hz
914. Frequency দ্বিগুণ করলে একটি transformer এর কোন lossটি দ্বিগুণ হয়?
Hysteresis loss
Iron loss
Eddy current loss
Copper loss
915. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের সাপ্লাই ভোল্টেজ ৫% পরিবর্তনের ফলে এর উৎপন্ন টর্কে কত পরিবর্তন হবে?
৫%
২০%
১৫%
১০%
916. Electric train-এ কী ধরনের মোটর ব্যবহৃত হয়?
1-phase AC motor
DC series motor
DC shunt motor
3-phase induction motor
917. একটি ট্রান্সফরমারের মুখ্য ও অনুপাত 2:5 এবং মুখ্য কুণ্ডলীতে বিভব কুণ্ডলীতে বিভব কত হবে?
40V
100V
80V
250V
918. একটি 4-pole 3-Phase, 50Hz induction motor এর speed 1440 rpm. মোটরটির Slip কত Percent?
5%
4%
4.4%
10%
919. যদি ট্রান্সফরমারের Full load 0.95 পাওয়ার Factor- 95kW হয়, তবে এর KVA রেটিং হবে-
100
90
90.25
614
920. একটি synchronous মোটরের Field under excited হলে Power factor হবে-
lagging
leading
১১.০
১.০