Image
MCQ
981. ঘুরন্ত একটি ডিসি মোটরের ব্যাক ই.এম.এফ-এর সৃষ্টি হওয়ার কারণ হলো-
আর্মেচার কোরে এডি কারেন্ট সৃষ্টি হওয়া
আর্মেচার কন্ডাক্টর কর্তৃক চৌম্বক বলরেখা কর্তন
ফিল্ড কয়েলে অতিরিক্ত কারেন্ট আবিষ্ট হওয়া
আর্মেচার ওয়াইন্ডিং-এ ভোল্টেজ ড্রপ হওয়া
982. রিসিপ্রোকেটিং পাম্পে ব্যবহৃত হয়-
সিরিজ মোটর
শান্ট
কম্পাউন্ড মোটর
যে-কোনো একটি
983. বৃহৎ ডিসি মোটরের স্টার্টার রেজিস্টরের কাজ হলো-
আর্মেচারের স্টার্টিং কারেন্ট বাড়ানোর জন্য
আর্মেচারের স্টার্টিং কারেন্ট কমানোর জন্য
ফিল্ড কারেন্ট কমানোর জন্য
ব্যাক ই.এম.এফ বাড়ানোর জন্য
984. ডিসি মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করা যায়, যদি-
ফিল্ড ওয়াইন্ডিং-এর কারেন্টের দিক পরিবর্তন করা যায়
ফিল্ড এবং আর্মেচার উভয় ওয়াইন্ডিং-এর সংযোগ উল্টিয়ে দেয়া যায়
সরবরাহ ভোল্টেজ উল্টিয়ে দেয়া যায়
আর্মেচার এবং ফিল্ড ওয়াইন্ডিং-এ কারেন্ট পরিবর্তন করা যায়
985. চলন্ত অবস্থায় শান্ট মোটরের ফিল্ড কয়েলের সংযোগ খুলে গেলে-
মোটর বন্ধ হয়ে যাবে
মোটরের গতিবেগ অত্যন্ত বেড়ে যাবে
মোট গতিবেগ কমে যাবে
মোটরের গতিবেগ স্বাভাবিক থাকবে
986. Which of the following quantity maintains the same direction whether a de machine runs as a generator or as a motor?
Induced emf
Armature current
Field current
Supply current
988. ট্রাকশন মোটরের কোনটি বৈদ্যুতিক গুণাবলি নয়?
মোটরের গতিতে উচ্চমানের ত্বরণ লাভের ব্যবস্থা থাকতে হবে
মোটরের গতি নিয়ন্ত্রণের জন্য সহজ উপায় থাকতে হবে
মোটরের কমুটেটরসহ অন্যান্য অংশের স্থায়িত্বকাল দীর্ঘকাল হওয়া বাঞ্ছনীয়
মোটরের 'স্পিড টর্ক' বৈশিষ্ট্য এমন হওয়া উচিত যাতে লোড বৃদ্ধি পেলে স্পিডও বৃদ্ধি পায়
992. 450 ভোল্টেজ একটি ডিসি সিরিজ মোটর 50 অ্যাম্পস্ কারেন্ট নিয়ে 800 আর.পি.এম. ঘুরছে। আর্মেচার এবং ফিল্ড সার্কিটের মোট রেজিস্ট্যান্স। ওহম। যদি মোটরের লোড কমিয়ে অর্ধেক করা হয় যাতে মোটরটি 25A কারেন্ট নেয়, তবে তার গতিবেগ হবে-
376.5 r.p.m
1000 r.p.m
1506 r.p.m
1700 r.p.m
993. The induction motor is preferred to DC motor because it-
provides high-starting torque
provide fine speed control
has simple and rugged construction
none of the above
995. শান্ট বা কম্পাউন্ড মোটরের কোন স্থানে স্টার্টার সংযোগ ১৯ করতে হয়?
লাইনে
মোটরের মধ্যে
শান্ট ফিল্ড ও আর্মেচারের মাঝখানে
যে-কোনো স্থানে
997. একটি ডিসি সিরিজ মোটরের টার্মিনাল ভোল্টেজ 200 ভোল্ট, ব্যাক ই.এম.এফ 198 ভোল্ট। যদি আর্মেচার- কারেন্ট 5 অ্যাম্পস্ হয়, তবে আর্মেচার-রেজিস্ট্যান্স হবে-
0.22 Ω
0.25 Ω
0.4 Ω
0.5 Ω
998. ডিসি সিরিজ মোটর ট্রাকশন কাজের উপযোগী, কারণ-
চালুর মুহূর্তে উচ্চমানের টর্ক সৃষ্টি হয়
গতি নিয়ন্ত্রণ সহজ উপায় সম্ভব
দ্বিগুণ অতিরিক্ত লোড পর্যন্ত কমুটেশনের কাজ সুষ্ঠুভাবে সাধিত হয়
উপরি-উক্ত সব ক'টি
999. Motors used in high-speed applications have-
high torque with high speed
low torque with high speed
high torque with low speed
none of the above
1000. কোনটি ট্রাকশন মোটর নয়?
ডিসি সিরিজ অথবা কম্পাউন্ড মোটর
সিঙ্গেল ফেজ সিরিজ মোটর
প্রি-ফেজ ইনডাকশন মোটর
থ্রি-ফেজ সিনক্রোনাস মোটর