Image
উপসর্গ MCQ
61. আরবি ভাষার কোন উপসর্গটি বাংলায় ব্যবহৃত হয়?
সাব
লা
কম
দর
62. 'নাবালক' শব্দের 'না' উপসর্গ কোন ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
হিন্দি
ইংরেজি
63. 'অনুসন্ধান' শব্দটি কয়টি উপসর্গ সহযোগে গঠিত?
একটি
দুটি
তিনটি
চারটি
64. 'কদাকার' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
দেশি উপসর্গযোগে
বিদেশি উপসর্গযোগে
সংস্কৃত উপসর্গযোগে
কোনোটিই নয়
65. 'কারসাজি' শব্দে কোন ভাষার উপসর্গ আছে?
আরবি
ফারসি
সংস্কৃত
ইংরেজি
66. 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটা বাংলা ভাষায় এসেছে-
আরবি ভাষা থেকে
ফরাসি ভাষা থেকে
হিন্দি ভাষা থেকে
উর্দু ভাষা থেকে
67. নিচের কোনটি বিদেশি উপসর্গ?
অ-ভাব
বি-রাগ
নি-র্দোষ
বে-সামাল
68. কোন শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত হয়েছে?
বিদেশ
অনাবৃষ্টি
সুখ্যাতি
হরেক
69. কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ?
প্রত্যেক
পুকুরে
বড়াই
নিবাস
70. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
নিখুঁত
অবহেলা
আনমনা
নিমরাজি
71. কোন শব্দে ফারসি উপসর্গ আছে?
হররোজ
বেতার
গরমিল
খাসকামরা
72. বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি?
বেকার
নিদাঘ
বিকার
নিবার
73. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো?
১৯ টি
২০ টি
২১ টি
অনির্ণেয়
74. 'বদমেজাজী' শব্দের 'বদ' কোন ধরনের উপসর্গ?
বাংলা
আরবি
ফারসি
হিন্দি
75. 'নিমরাজি' শব্দের 'নিম' উপসর্গ কী অর্থ নির্দেশ করে?
না
কম
পুরো
যথেষ্ট
76. বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত-
পাতিলেবু
দরদালান
হাভাতে
ছিচকাঁদুনে
77. 'অভি' উপসর্গ নিচের যে অর্থে ব্যবহৃত হতে পারে-
সম্যক
আধিপত্য
আগমন
ব্যাপ্তি
78. কোনটি উপসর্গ নয়?
অতি
অনু
অভি
অপু
79. 'লাজওয়াব' শব্দটির 'লা' কোন ধরনের উপসর্গ?
আরবি উপসর্গ
ফারসি উপসর্গ
পর্তুগিজ উপসর্গ
উর্দু উপসর্গ
80. কোনটি আরবি উপসর্গ?
হররোজ
লাখেরাজ
বদহজম
অনাচার