Image
এক কথায় প্রকাশ MCQ
201. 'যা চুষে খাওয়া হয়'-
লেহা
চুষ্য
চর্ব্য
পেয়
202. এক কথায় প্রকাশ কর: 'যা কষ্টে নিবারণ করা যায়'-
অনিবার্য
দুর্নিবার
অনির্বাণ
কোনোটিই নয়
203. 'যে উপকারীর অপকার করে' তাকে এক কথায় বলে-
অকৃতজ্ঞ
কৃতঘ্ন
অপকারী
শত্রুঘ্ন
204. 'যিনি ভাল ব্যাকরণ জানেন' এক কথায় কি হয়?
ব্যাকরণবিদ
ব্যাকরণ বিশেষজ্ঞ
বৈয়াকরণ
বৈয়াকরণিক
205. 'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন' এক কথায়-
সায়াহ্ন
প্রদোষ
অপরাহ
গোধূলি
206. বাক্য সংকোচন করুন: 'চক্ষুর সম্মুখে সংঘটিত'-
প্রত্যক্ষ
চাক্ষুষ
চর্ব্য
সম্মুখে
207. 'যা চেটে খেতে হয়' তা হলো-
চর্ব্য
চোষ্য
লেহ্য
পেয়
208. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি / যিনি ইতিহাস জানেন-
ইতিহাসবেত্তা
ঐতিহাসিক
ইতিহাসবিদ
ইতিহাস রচয়িতা
209. উপকারীর অপকার করে যে-
কৃতজ্ঞহীন
অকৃতজ্ঞ
কৃতঘ্ন
অপকারী
210. যা কোথাও উঁচু কোথাও নিচু-
বন্ধুর
বর্ধিষ্ণু
প্রত্যুদ্গমন
মেদুর
211. এক কথায় প্রকাশ কর: 'দিন ও রাতের সন্ধিক্ষণ'-
পূর্বাহ্ণ
সায়াহ্ন
গোধূলি
অপরাহ
212. কোথাও উন্নত কোথাও অবনত-
বন্ধুর
বর্ধিষ্ণু
প্রত্যুদগমন
মেদুর
213. 'যা সহজে অতিক্রম করা যায় না'-
অনতিক্রম্য
অলঙ্ঘ্য
দুরতিক্রম্য
দুর্গম
214. 'যা বলা উচিত নয়' কোন শব্দের বিস্তৃত?
কুকথ্য
অকথ্য
অসত্য
অযোগ্য
215. 'যা প্রমাণ করা যায় না'-
অভূতপূর্ব
অপ্রত্য
অপ্রমেয়
অপসৃয়মান
216. এক কথায় প্রকাশ করুন: 'পাওয়ার ইচ্ছা'-
জিগীষা
ঈপ্সা
বুভুক্ষা
লিন্সা
217. 'অক্ষির সমীপে' এর সংক্ষেপণ হলো-
সমক্ষ
পরোক্ষ
প্রত্যক্ষ
নিরপেক্ষ
218. যে প্রবীণ নয়, তাকে এক কথায় কি বলে?
বৃদ্ধ
নবীন
শিশু
যুবতী
219. 'কষ্টে অতিক্রম করা যায় যা'-
দুর্নিবার
দুর্লভ
দুরতিক্রম্য
দুর্গম
220. 'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?
উক্ত
বক্তব্য
ভবিতব্য
অনুমিত