Image
এক কথায় প্রকাশ MCQ
141. 'যিনি বক্তৃতা দানে পটু' তাকে বলে-
বাকপটু
বাগ্মী
সুবক্তা
অনলবর্ষী
142. এক কথায় প্রকাশ করুন: 'যা লাফিয়ে চলে'-
উল্লম্ফ
লাফবাজ
দড়াবাজ
প্লবগ
143. 'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় কি হবে?
পঠিত
অধীত
অধ্যয়িত
অধ্যায়িত
144. এক কথায় প্রকাশ কর: 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা'?
সংবর্ধনা
অভিনন্দন
প্রত্যুদ্গমন
কোনোটিই নয়
145. 'শোনা যায় এমন' এক কথায় প্রকাশ করুন।
শ্রুতিগ্রাহ্য
শ্রুতিমধুর
শ্রুতিযোগ্য
শ্রুতিধর
146. 'সাপের খোলস' বাক্য সংকোচন কি হবে?
নির্মোক
উরগ
কৃত্তি
প্লাবক
147. 'কর্ম সম্পাদনে পরিশ্রমী / অতিশয় দক্ষ' বাক্যের সংক্ষিপ্ত রূপ-
কর্মী
কর্মনিষ্ঠ
কর্মঠ
কর্মোদ্যমী
148. 'কোনভাবেই যা নিবারণ করা যায় না' এক কথায় কি হবে?
অনিবার্য
অনন্যেপায়
অদম্য
অসম্ভব
149. 'যে সকল অত্যাচারই সয়ে যায়' এক কথায় কি হবে?
সর্বংসহা
সর্বসহ্যকারী
সহ্যকারী
অত্যাচারী
150. এক কথায় প্রকাশ কর: 'যে শুনেই মনে রাখতে পারে'।
মেধাবী
অশ্রুতপূর্ব
শ্রুতিধর
জাতিঃস্বর
151. 'গণনার যোগ্য নয় যা', এককথায় বলা যায়-
অগণ্য
নগণ্য
অপরিমিত
অসংখ্য
152. যা নিন্দার যোগ্য নয়-
নিন্দনীয়
প্রশংসনীয়
অনিন্দ্য
প্রশংসার যোগ্য
153. যা আঘাত পায়নি' বাক্যের এক শব্দের প্রকাশ
অনঘাত
অনিরুদ্ধ
অনাঘাত
অনাহত
154. রাত্রির শেষ ভাগ' এক কথায়-
পররাত্র
মহানিশা
যামিনী
রাত্রিশেষ
155. 'যা অবশ্যই ঘটবে'-
সম্ভাবনাময়
দুর্নিবার
অবশ্যম্ভাবী
সম্ভাব্য
156. যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে, নিজের নামে চালায়, তাকে বলা হয়-
লিপিকার
কুসীদজীবী
নকলবাজ
কুম্ভীলক
157. রচয়িতার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন, তাদের বলা হত-
অনুবাদক
লিপিকার
লেখক
নকলনবিশ
158. 'যার বাসস্থান নেই' বাক্যের এক কথায় প্রকাশ কী?
অনিকেত
উদ্বাস্তু
অনুজ
একাহারী
159. 'যার দুই হাত সমান চলে' তাকে কি বলে?
দু'হাতি
সমান তালী
সব্যসাচী
তবলা বাদক
160. উপস্থিত বুদ্ধি আছে যার-
বুদ্ধিমান
বুদ্ধিমতী
বিচক্ষণ
প্রত্যুৎপন্নমতি