Image
এক কথায় প্রকাশ MCQ
61. 'বীর সন্তান প্রসব করে যে নারী'- এক কথায় তাকে কী বলে?
বীরপুত্র
রত্নগর্ভা
স্বর্ণমাতা
বীরপ্রসূ
62. যা স্থায়ী নয়-
নশ্বর
অস্থায়ী
ক্ষণস্থায়ী
ক্ষণিক
63. 'যা উচ্চারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ কী হবে?
দুরুচ্চার্য
দুরপনেয়
অবরোদ্ধ
অনুচ্চার্য
64. 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
65. 'গবাদি পশুর পাল' এর সংক্ষেপ হলো-
বাথান
গোশালা
কস্তা
পশুপাল
66. 'যা ভাষায় প্রকাশ করা যায় না' তাকে এক কথায় বলে-
অনির্বাণ
অনির্দেশ্য
অনির্বচনীয়
অনির্ণেয়
67. ইতিহাস রচনা করেন যিনি-
ঐতিহাসিকতা
ইতিহাস লেখক
ঐতিহাসিক
ইতিহাসবেত্তা
68. 'যার শুভক্ষণে জন্ম'- এক কথায় প্রকাশ হবে-
শুভজন্মা
ক্ষণজন্মা
শুভার্থী
জন্মশুভ
69. জন্মহীন-মৃত্যুহীন-
আমৃত্যু
অজ
অজেয়
অয
70. 'দুইয়ের মধ্যে একটি' এর এক কথায় প্রকাশ কি হবে?
অন্যতর
অন্যতম
দৌবারিক
কোনটিই নয়
71. 'প্রত্যুৎপন্নমতি' অর্থ-
অসম্ভব সুন্দরী
উপস্থিত বুদ্ধি আছে যার
ত্বরিৎ গতিতে কাজ করে যে
গোপনে কাজ করে যে
72. কষ্টে লাভ হয় যা-
দুর্লভ
সুলভ
দুর্লভ্য
দূর্লভ
73. 'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় কী বলা হয়?
ভুজঙ্গ
নৈশরণ
জুগুন্স
সৌপ্তিক
74. 'বহু দেখেছে যে' এক কথায় কী হবে?
দূরদর্শী
সমদর্শী
দার্শনিক
ভূয়োদর্শী
75. দুবার জন্মে যা-
দ্বিজন্ম
পুনর্জন্ম
দ্বৈত জন্ম
দ্বিজ
76. 'বিনা যত্নে উৎপন্ন হয় যা'-এর বাক্য সংকোচন কী?
অযত্নলব্ধ
অনায়াসলব্ধ
অযত্নসম্ভূত
অযত্নজাত
77. 'জিজীবিষা' শব্দটির অর্থ কী?
জীবননাশের ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
জীবনকে জানার ইচ্ছা
জীবন-জীবিকার পথ
78. 'যার অন্য উপায় নেই'- এক কথায় বলে-
নিরুপায়
অনন্যোপায়
অসহায়
সর্বহারা
79. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
বেতসবৃত্তি
পতঙ্গবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্বিলকবৃত্তি
80. 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' এক কথায় কি হবে?
দুর্গম
অরণ্য জনপদ
বিপদসংকুল
শ্বাপদসংকুল