এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং MCQ
1. M.K.S এককে পানির ঘণত্ব কত?
১০০০কেজি/ঘনমি.
১কেজি/ঘনমি
৬২.৫ কেজি/ঘনমি
১গ্রাম/ঘনসেমি
2. If pH value is [যদি P" এর মান]
7.0 The swage is acidic [7.0 এর বেশি হয় তবে সিউযেজ অম্লীয় হবে।
>7.0 the sewage is alkaline [7.0 এর বেশি হয় তবে সিউযেজ ক্ষারীয় হবে।
=7.0 The swage is acidic [7.0 এর মান সমান হয় তবে সিউযেজ নিরপেক্ষ হবে।
All of the above [উপরের সবগুলায়।
3. একটি Septic Tank - Liquid retention time হওয়া উচিত কমপক্ষে-
১ দিন
৩ দিন
১০ দিন
৭ দিন
4. বীম কলামের উপর প্লাস্টারের অনুপাত কত-
1:3
1:4
1:6
1:7
5. তরলের এক স্তরের সংলগ্ন অন্য স্তরের গতি প্রতিরোধী বৈশিষ্ট্যকে বলে?
Surface Tension
Viscosity
Capillarity
compressibility
6. ভূমিকম্পের ঝুঁকি কোন জেলায় সবচেয়ে বেশি?
খুলনা
ঢাকা
চট্টগ্রাম
সিলেট
7. পানির PH এর বেশি হলে নীচের কোনটি হবে-
এসিডিক
নিউট্রাল
ক্ষারীয়
কোনটি নয়
8. উত্তম ইট তৈরির প্রভাব বিস্তারকারী বিষয় কয়টি ?
৩টি
৪টি
৫টি
৬টি
9. ৪° সেন্টিগ্রেট তাপমাত্রায় ১ লিটার পানির ওজন?
০.৯৬ কেজি
১.২ কেজি
১ কেজি
১.৫ কেজি
10. The water obtained from tube well is known as- [BIMAN-2020]
Sub Surface Water
Surface Water
Precipitation
Run Off Water
11. পানির আপেক্ষিক গুরুত্ব কত?
1000
100
1
62.,5
12. সেপটিক ট্যাংকের দৈর্ঘ্যকে প্রন্থ অপেক্ষা কত গুণ বেশি ধরে ডিজাইন করা হয়?
2
১০
১৫
২০
13. বরফ পানিতে ভাসে, কারণ বরফের তুলনায় পানির-
তাপমাত্রা বেশি
ঘনত্ব বেশি
ঘনত্ব কম
দ্রবণীয়তা বেশি
14. Bangladesh standard for Arsenic in drinking water is-
.05 mg/L
0.01 mg/L
0.10 mg/L
0.50 mg/L
15. Hardness of water is primarily caused by-
metallic ions
mono- velant metallic
di-velant metallic ions
di-velant metallic cation