Image
MCQ
61. RC সিরিজ সার্কিটে ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ উত্থানের প্রারম্ভিক হার নির্ণয় করা হয়-
dθ/dt= V Volt/sec
dθ/dt=RC/Vsec/Volt
dθ=RC/Vdt
dt/dθ=V/RC Volflohm
62. একটি RLC সিরিজ সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি 600Hz। যদি L. এর মান চারগুণ এবং C-এর মান নয়গুণ বৃদ্ধি করা হয়, তবে নতুন রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সির মান হবে-
17Hz
100Hz
900Hz
3600Hz
64. Z=50/30 হলে এর পাওয়ার ফ্যাক্টর কত হবে?
ইউনিটি
শূন্য
0.866 (লিডিং)
0.866 (ল্যাগিং)
66. একটি RLC সিরিজ সার্কিটে R = 10k Ω, L = 10mb, C = 0.02µf এবং প্রয়োগকৃত ভোল্টেজ 100V হলে রেজোন্যান্সে সরবরাহকৃত পাওয়ার হবে-
0W
20W
1W
100W
69. যদি Star সার্কিটে একটি Phase open করা হয় তাহলে total power এর কত অংশ কমবে?
1/3 অংশ
1/2 অংশ
2 অংশ
কোনোটিই নয়
70. একটি সার্কিটে সুইচ যখন 'অফ' করা হয়, তখন অগ্নিস্ফুলিঙ্গ দেখা দিতে পারে, যদি সার্কিটটি-
উচ্চমানের ইন্ডাকটিভ হয়
উচ্চমানের ক্যাপাসিটিভ হয়
উচ্চমানের রেজিস্টিভ হয়
রেজোন্যান্ট সার্কিট হয়
71. রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সির নিচে যে-কোনো ফ্রিকুয়েন্সিতে ইস্পিড্যান্স হবে-
ক্যাপাসিটিভ
ইন্ডাকটিভ
বেজিস্টিভ
কোনোটিই নয়
72. কোনটি ট্যানজিয়েন্টের কারণ নয়--
সার্কিটকে হ্যঠাৎ সরবরাহের সাথে সংযুক্ত বা বিচ্ছিন্ন করলে
সার্কিটে ওভারলোড দেখা দিলে
সার্কিটে শর্টসার্কিট দেখা দিলে
প্রয়োগকৃত ভোল্টেজে হঠাৎ পরিবর্তন দেখা দিলে
75. 100 μh -এর একটি ইন্ডাকটর এবং 5 Ω -এর একটি রেজিস্টরের সাথে 300pf-এর একটি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করা হলো। রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সিতে 10V প্রয়োগ করা হলে কারেন্ট হবে-
150μΑ
2A
0.1A
15μA
77. একটি RLC সিরিজ সার্কিটে R= 5Ω L=300μh C = 3uf- হলে রেজোন্যান্স ইম্পিড্যান্স হবে-
10Ω
20Ω
30×10^6Ω
78. টাইম কনস্ট্যান্টের একক-
হেনরি/ওহম
হেনরি/সেকেন্ড
ওহম/সেকেন্ড
সেকেন্ড
79. একটি RI. সার্কিটে কারেন্ট এর চূড়ান্ত স্থিত মানের-- অংশ পর্যন্ত পৌঁছাতে যে সময়ের প্রয়োজন, সেটাই টাইম কনস্ট্যান্ট।
0.632
0.636
0.737
0.707