Image
MCQ
101. একটি ক্যাপাসিটরে প্রয়োগকৃত ভোল্টেজের ফ্রিকুয়েন্সি যদি হ্রাস পায়, তবে--
ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বৃদ্ধি পায়
ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট অপরিবর্তিত থাকে
এর রিয়‍্যাকট্যান্স হ্রাস পায়
এর রিয়াকট্যান্স বৃদ্ধি পায়
102. ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সের একক-
মোহ
ফ্যারাড
ওহম
হেনরি
105. ক্যাপাসিট্যান্সের একক-
হেনরি
ফ্যারাড
ড্যারাফ
লাক্স
106. যে রাশির মান এবং দিক আছে, সেই রাশিকে বলে-
স্কেলার রাশি
ভেক্টর রাশি
মিশ্র রাশি
জটিল রাশি
107. একটি রেজিস্টিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে। ফেজ পার্থক্য থাকে-
360°
90°
120°
108. একটি ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ কারেন্টের চেয়ে কত ডিগ্রি পিছনে থাকে?
90°
180
20°
109. পরিবাহীর উপরিভাগ দিয়ে বাধ্য হয়ে প্রবাহিত হওয়ার এসি'র এই প্রবণতাকে বলে-
ইফেক্টিভ রেজিস্ট্যান্স
ওহমিক রেজিসট্যান্স
স্কিন ইফেক্ট
অ্যাভারেজ রেজিস্ট্যান্স
110. একটি ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের চেয়ে কত ডিগ্রি পিছনে (Lagging) থাকে?
30°
60°
90°
180°
111. 50 সাইকেল একটি সরবরাহের সাথে 0.20 হেনরির একটি ইন্ডাকটিভ কয়েল সংযোগ করা হলে 10A কারেন্ট প্রবাহিত হয়। উক্ত সরবরাহের ভোল্টেজ-
31.4V
314V
62.8V
628V
112. ইন্ডাকটিভ কয়েলে এসি প্রবাহিত হলে ইন্ডাকট্যান্সের কারণে এর মধ্যে একটি ব্যাক ইএমএফ-এর সৃষ্টি হয়। এই ব্যাক ইএমএফ নিম্নের করা হয়। ফরমুলার সাহায্যে নির্ণয়---
Ldi/dt
L.dt/di
dt/Ldi
di/Ldt
113. এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যে-কোনো পরিবর্তনে বাধা দেয়-
ইন্ডাকট্যান্স
ক্যাপাসিট্যান্স
ইম্পিড্যান্স
রেজিস্ট্যান্স
114. একটি ইন্ডাকটরে প্রয়োগকৃত ভোল্টেজের ফ্রিকুয়েন্সি যদি বৃদ্ধি পায়, তবে-
এর রিয়াকট্যান্স হ্রাস পায়
ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বৃদ্ধি পায়
এর রিয়‍্যাকট্যান্স বৃদ্ধি পায়
ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট অপরিবর্তিত থাকে
115. ক্যাপাসিটিভ রিয়াকট্যান্সের একক---
ড্যারাফ
ওহম
মোহ
ফ্যারাড
116. একটি ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ কারেন্টের চেয়ে কত ডিগ্রি অগ্রগামী থাকে?
90°
180
360°
50°
117. একটি সার্কিট কর্তৃক অল্টারনেটিং কারেন্টকে প্রসং বাধাকে বলে-
ওহমিক রেজিস্ট্যান্স
স্কিন ইফেক্ট
ইফেক্টিভ রেজিস্ট্যান্স
অ্যাভারেজ রেজিস্ট্যান্স
118. ব্যবহারকারীর লোডের পাওয়ার ফ্যাক্টর কম হলে-
সরবরাহকারীর ক্ষতি হয়
সরবরাহকারীর লাভ হয়
ব্যবহারকারীর ক্ষতি হয়
কারও কোনো লাভ-লোকসান হয় না
119. একটি ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ কারেন্টের চেয়ে কত ডিগ্রি অগ্রগামী থাকে?
180°
90°
60°
30°