MCQ
101. ব্যবহারকারীর লোডের পাওয়ার ফ্যাক্টর কম হলে-
সরবরাহকারীর ক্ষতি হয়
সরবরাহকারীর লাভ হয়
ব্যবহারকারীর ক্ষতি হয়
কারও কোনো লাভ-লোকসান হয় না
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার ফ্যাক্টর কম হলে সিস্টেমের- (১) লাইন লস বৃদ্ধি হয়। (ii) পাওয়ার সিস্টেমের দক্ষতা কমে যায়। (iii) প্রাথমিক খরচ বেড়ে যায় এতে করে পার ইউনিট ভস্ট বেশি হয়, ফলে সরবরাহকারীর ক্ষতি হয়।
102. ইন্ডাকট্যান্সের একক-
হেনরি
কুলম্ব
ফ্যারাডে
মোহ
103. ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সের একক-
মোহ
ফ্যারাড
ওহম
হেনরি
104. একটি ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ কারেন্টের চেয়ে কত ডিগ্রি পিছনে থাকে?
90°
180
0°
20°
105. ক্যাপাসিটিভ রিয়াকট্যান্সের একক---
ড্যারাফ
ওহম
মোহ
ফ্যারাড
106. যে রাশির মান এবং দিক আছে, সেই রাশিকে বলে-
স্কেলার রাশি
ভেক্টর রাশি
মিশ্র রাশি
জটিল রাশি
107. এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যে-কোনো পরিবর্তনে বাধা দেয়-
ইন্ডাকট্যান্স
ক্যাপাসিট্যান্স
ইম্পিড্যান্স
রেজিস্ট্যান্স
108. একটি সার্কিট কর্তৃক অল্টারনেটিং কারেন্টকে প্রসং বাধাকে বলে-
ওহমিক রেজিস্ট্যান্স
স্কিন ইফেক্ট
ইফেক্টিভ রেজিস্ট্যান্স
অ্যাভারেজ রেজিস্ট্যান্স
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্য: একটি সার্কিট কর্তৃক অল্টারনেটিং কারেন্টকে বাদর বাধ্য (ওহমিক রেজিস্ট্যান্স, স্কিল ইফেক্ট, এন্ডি কাছেও হিসটেরেসিস, ডাই-ইলেকট্রিক লসজনিত সম্মিলিত বাধা)-ছে কার্যকরী বা ইফেষ্টিও রেজিস্ট্যান্স বলে।
109. 'কোয়াড্রেচার' কারেন্ট-
I cosθ
I tanθ
I sinθ
I /cosθ
110. একটি ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের চেয়ে কত ডিগ্রি পিছনে (Lagging) থাকে?
30°
60°
90°
180°
111. 50 সাইকেল একটি সরবরাহের সাথে 0.20 হেনরির একটি ইন্ডাকটিভ কয়েল সংযোগ করা হলে 10A কারেন্ট প্রবাহিত হয়। উক্ত সরবরাহের ভোল্টেজ-
31.4V
314V
62.8V
628V
112. ইন্ডাকটিভ কয়েলে এসি প্রবাহিত হলে ইন্ডাকট্যান্সের কারণে এর মধ্যে একটি ব্যাক ইএমএফ-এর সৃষ্টি হয়। এই ব্যাক ইএমএফ নিম্নের করা হয়। ফরমুলার সাহায্যে নির্ণয়---
Ldi/dt
L.dt/di
dt/Ldi
di/Ldt
113. পরিবাহীর উপরিভাগ দিয়ে বাধ্য হয়ে প্রবাহিত হওয়ার এসি'র এই প্রবণতাকে বলে-
ইফেক্টিভ রেজিস্ট্যান্স
ওহমিক রেজিসট্যান্স
স্কিন ইফেক্ট
অ্যাভারেজ রেজিস্ট্যান্স
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি পরিবাহীর সমস্ত প্রস্থচ্ছেদ জুড়ে প্রবাহিত হওয়ার চেয়ে পরিবাহীর উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় এবং এসির এ প্রবণতাকেই স্কিন ইফেক্ট বলে।
114. একটি রেজিস্টিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে। ফেজ পার্থক্য থাকে-
360°
90°
120°
0°
115. ক্যাপাসিট্যান্সের একক-
হেনরি
ফ্যারাড
ড্যারাফ
লাক্স
116. একটি ইন্ডাকটরে প্রয়োগকৃত ভোল্টেজের ফ্রিকুয়েন্সি যদি বৃদ্ধি পায়, তবে-
এর রিয়াকট্যান্স হ্রাস পায়
ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বৃদ্ধি পায়
এর রিয়্যাকট্যান্স বৃদ্ধি পায়
ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট অপরিবর্তিত থাকে
117. একটি ক্যাপাসিটরে প্রয়োগকৃত ভোল্টেজের ফ্রিকুয়েন্সি যদি হ্রাস পায়, তবে--
ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বৃদ্ধি পায়
ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট অপরিবর্তিত থাকে
এর রিয়্যাকট্যান্স হ্রাস পায়
এর রিয়াকট্যান্স বৃদ্ধি পায়
118. একটি ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ কারেন্টের চেয়ে কত ডিগ্রি অগ্রগামী থাকে?
180°
90°
60°
30°
119. একটি ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ কারেন্টের চেয়ে কত ডিগ্রি অগ্রগামী থাকে?
90°
180
360°
50°
120. একটি বিশুদ্ধ ইন্ডাকটরের পাওয়ার---
শূন্য
VI cosθ
VI sinθ
VI tanθ