MCQ
221. DPC-এর সাধারণ অনুপাত- [ΒΕΡΖΑ-23]
1:1:2
1:1.5:3
1:2:4
1:1.25:2.5
222. হুকসহ ল্যাপ Compression-এর জন্য রডের দৈর্ঘ্য হয়-
৪৮ D
৫০ D
৩৬ D
88 D
223. ভিতরের দেয়ালে প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১২ মিমি
১৫ মিমি
১০ মিমি
১৯ মিমি
224. রেলিং-এর গোড়ায় ফুটপাথ সদৃশ ঢালাইকে বলে-
হুইল গার্ড
ওয়্যার গার্ড
ব্যাটার গার্ড
কোনোটিই নয়
225. টাই-এর দৈর্ঘ্য হলো-
কভার বাদে চারদিকে যোগফল +৩০ সেমি •
কভার বাদে চারদিকে যোগফল+ ১০ সেমি
কভারসহ চারদিকে যোগফল + ৫ সেমি•
কভার বাদে চারদিকে যোগফল + ২০ সেমি
226. বুনিয়াদে সিমেন্ট কংক্রিটের সিমেন্ট: বালি: খোয়া-
১:৩:৬ অথবা ১:৪:৮
১:২:৬ অথবা ১:৫:৭
১:৩:৪ অথবা ১:৪:৬
কোনোটিই নয়
227. ঢেউটিনের ঢেউ-এর সংখ্যা-
১৫টি
১২টি
১০টি
৮টি
228. বিমে ব্যবহৃত কংক্রিটের শতকরা কত রিইনফোর্সমেন্ট ধরা হয়?
১% থেকে ৩%
১% থেকে ২%
১% থেকে ৫%
১% থেকে ৪%
229. প্রতি কুইন্টাল রিইনফোর্সমেন্টের জন্য নরম বাঁধন তার (Binding wire) কত কেজি ধরা হয়?
২ কেজি
৩ কেজি
১ কেজি
১.৫ কেজি
230. ল্যাপ-এর জন্য দৈর্ঘ্য (Compression)-
২০D
২৪D
৩০D
৮৮D
231. কলামে ব্যবহৃত কংক্রিটে শতকরা কত রঙ ধরা হয়?
১% থেকে ৫%
১% থেকে ২%
১% থেকে ৮%
১% থেকে ৩%
232. RCC Beam Tension Zone Laping ধরা হয় (হুক বাদে)-
80 D
৩০ D
৩৫ D
৪৫ D
233. আরসিসি মেম্বারের প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
৭ মিমি
১০ মিমি
১২ মিমি
৬ মিমি
234. প্রতি হুকের দৈর্ঘ্য হয়-
১০D
১৫D
১২D
৮D
235. DPC-তে সিমেন্টে ওজনের শতকরা কত পাডলে ব্যবহার করা হয়?
৫%
১০%
৮%
১২%
236. বাইরের দেয়ালের প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১৯ মিমি
১০ মিমি
৮ মিমি
১২ মিমি
237. ঢেউটিনের প্রান্ত চাপানো হয় সাধারণত-
১৮ সেমি
১২ সেমি
২০ সেমি
১৫ সেমি
238. ঢেউটিনের প্রমাণ প্রস্থ কত?
৯০ সেমি
৭০ সেমি
৬০ সেমি
৮০ সেমি
239. ব্যবহৃত রিইনফোর্সমেন্টের দৈর্ঘ্য কত মিটারের অধিক হলে ল্যাপ ধরতে হয়?
৫ মিটার
৬ মিটার
১০ মিটার
৮ মিটার
240. কোনো কালভার্টের ডেকস্ল্যাবের ঢালাই-এর পরিমাণ ১২৫০ ঘনফুট। সিমেন্টের পরিমাণ ১০% হলে কত ব্যাগ সিমেন্ট লাগবে?
১২৫ ব্যাগ
১০৫ ব্যাগ
১৩০ ব্যাগ
১০০ ব্যাগ