Image
MCQ
301. জল ছাদের ঢাল সাধারণত কত? [BGFCL-21]
১:৬
৬:১
১০:৬
৬:১০
কোনোটিই নয়
302. এক সিএফটি খোয়া তৈরিতে কয়টি ইটের প্রয়োজন? (SGCL-23)
৪টি
৬টি
১০টি
৮টি
303. রিটেইনিং ওয়ালের উচ্চতা ৬ মিটারের বেশি হলে কোন প্রকারের রিটেইনিং ওয়াল হিসেবে ডিজাইন করা হয়?
Cantilever retaining wall
Gravity retaining wall
Counter fort retaining wall
কোনোটিই নয়
304. কংক্রিটের compression test-এ ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা যথাক্রমে-
১৫ সে.মি. ৩০ সে.মি.
৩০ সে.মি. ৩০ সে.মি.
১৫ সে.মি. ১৫ সে.মি,
৩০ সে.মি. ১৫ সে.মি.
305. ১২.৫ সেমি পুরু ১০০ বর্গমিটার ব্রিক ওয়াল তৈরিতে কতটি ইটের প্রয়োজন?
৪২৫০
৫১২৫
৪৩৩৪
৫৩৪৩
306. ছাদের সঙ্গে প্যারাপেটের সংযোগস্থলে Lime Concrete দ্বারা যে Round off করা হয়, তার নাম- [R&H-01, BB-21]
Parapet Junction
Terracota
Ghoondi
Impercobtor
307. ১৫ মিমি পুরু একটি আরসিসি স্নাবের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার, রডের পরিমাণ ১.৫% অনুপাত ১:২:৪। উক্ত স্নাব তৈরি করতে কত পরিমাণ বালি প্রয়োজন হয়েছিল? [BGFCL-21]
০.৬৬ ঘনমিটার
০.৬৬ ঘনসেন্টিমিটার
০.৩৬ ঘনমিটার
০.৩৬ ঘনসেন্টিমিটার
কোনোটিই নয়
308. অগভীর নলকূপের গভীরতা কত মিটারের অধিক নয়? [BB-21]
৬০ মিটার
১২০ মিটার
৭০ মিটার
৮০ মিটার
309. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের পাদদেশের ন্যাবকে বলা হয়-
Steam slab
Base slab
Back fill slab
কোনোটিই নয়
310. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের বেইস-এর পুরুত্ব দেওয়ালের উচ্চতার কত অংশ হয়?
১/১৫ থেকে ১/১০ অংশ
১/১০ থেকে ১/৫ অংশ
১/৭ থেকে ১/১৫ অংশ
১/৫ থেকে ১/৮ অংশ
311. বাকল অপসারিত করা গাছের কান্ডকে বলে -
রাফ টিম্বার
লগ টিম্বার
স্টান্ডিং টিম্বার
কনভার্টেড টিম্বার
312. মাটির কাজের পরিমাণ নির্ণয়ে নিচের কোন সূত্রটি তুলনামূলকভাবে নির্ভরযোগ্য? [BBA-19; BSCIC-19, BB-21]
গড় প্রস্থচ্ছেদ সূত্র
মধ্য প্রস্থচ্ছেদ সূত্র
প্রিজময়েডাল সূত্র
কোনোটিই নয়
সবগুলোই
313. সাধারণত একটি ভবন নির্মানে মোট প্রাক্কলিত ব্যয়ের শতকরা কত Electrification ভাগ কাজে ব্যয় হয়?
২%
৮%
১০%
১৫%
314. কোন ফর্মুলাটি ব্যবহার করলে শ্রমিকরা আর্থিকভাবে লাভবান হবে? [BGFCL-21]
মধ্য প্রস্থচ্ছেদ ফর্মুলা
লম্বচ্ছেদ ফর্মুলা
গড় প্রস্থচ্ছেদ ফর্মুলা
প্রিজময়েডাল ফর্মুলা
কোনোটিই নয়
315. ১০০ বর্গমিটার জায়গায় হেরিং বোন সেলিং এর জন্য কতটি ইটের প্রয়োজন?
৩২০০ টি
৫২৫০ টি
৪০০০টি
২৮০ টি
316. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের খাড়া স্ল্যাবকে কী বলে?
Base
Gravity wall
Counter fort
Steam
317. বাংলাদেশে প্রচলিত ইটের দৈর্ঘ্য সাধারণত হয়?
9"
9.5"
9.25"
10"
318. ভূমিতল হতে প্লিস্থ তলের উচ্চতা কত? [BGFCL-21]
৪০-৪৫ সেমি
৫০-৬০ সেমি
৪৫-৫০ সেমি
৪৫-৬০ সেমি
কোনোটিই নয়
319. টো স্ল্যাবের বর্ধিতাংশ থেকে বেইস স্ল্যাবের প্রন্থের-
১/৪ থেকে ১/৫ অংশ
১/৪ থেকে ১/৩ অংশ
১/৩ থেকে ১/৫ অংশ
১/১০ থেকে ১/১৫ অংশ
320. বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রিটেইনিং ওয়ালের যে ফোকর রাখা হয় তা-
Back fill
Non-subcharge
Weep hole
কোনোটিই নয়