Image
MCQ
281. শয়নঘর বাড়ির কোনে থাকা বাঞ্ছনীয়। [BGFCL-21]
দক্ষিণ
পূর্ব
পশ্চিম
দক্ষিণ-পূর্ব
কোনোটিই নয়
282. ইমারতের একতলা থেকে দোতলায় খরচ শতকরা কত ভাগ কম পড়ে? [BGFCL-21]
১০%
২০%
১৫%
২৫%
কোনোটিই নয়
283. ১ ঘনমিটার পানির ওজন কত?
১০০০ লিটার
৫০০ লিটার
১০,০০০ লিটার
৫০০০ লিটার
284. গভীর নলকূপের গভীরতা কত মিটারের বেশি?
৩০ মিটার
৪০ মিটার
৫০ মিটার
৬০ মিটার
285. Damp Proof Course (DPC) মাপের একক- [BPSC-20]
m
উপরের কোনোটিই নয়
286. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
প্রায় ৭ গ্যালন
প্রায় ৮ গ্যালন
প্রায় ৯ গ্যালন
প্রায় ১০ গ্যালন
কোনোটিই নয়
287. কোন ধরনের মাটি পুকুরে পানি ধারণের জন্য সবচেয়ে উপযোগী?
Clay
Sandy Loom
Sandýs
Silt
288. ১০ ঘনমিটার গাঁথুনিতে প্রয়োজনীয় প্রথম শ্রেণির (৯.২৫" × ৪.২৫" × ২.৭৫") ইটের সম্ভাব্য সংখ্যা-(BWDB-20)
৩৮৫০টি
৪৪৫০টি
৪০৬৫টি
৪৬৫০টি
289. আমাদের দেশে অগভীর নলকূপকে নিচের কোন পদ্ধতিতে খনন করে স্থাপন করা হয়?
আবর্তন খনন পদ্ধতি
পানিজেট পদ্ধতি
ঢেঁকি পদ্ধতি
কোনোটিই নয়
290. ভিত্তিতে ঢালাইয়ের অনুপাত হয়-
1:2:4
1:6:8
1:3:5
1:3:6
291. একটি রেণু পুকুরের ২০০০ ঘনমিটার মাটি কাটতে হবে। প্রতি ঘনমিটার ২.৫ কেজি হিসেবে কত গম লাগবে?
২৫ মে. টন
৫ মে. টন
২০ মে. টন
১৫ মে. টন
292. পুকুরে মাটি কাটার মধ্য প্রস্থচ্ছেদ-এর সূত্র কোনটি?
(L-Sd) (B-Sd)xd
Lx (B-Sd) xd
(L-Sd) Bd.
কোনোটিই নয়
293. পাকা কূপ কত মিটারের অধিক হয় না? [BBA-20]
২০
২৫
৩০
৪০
কোনোটিই নয়
294. ইমারত তৈরি করতে শ্রমিক বাবদ খরচ সমস্ত খরচের শতকরা কত ভাগ? [BGFCL-21]
80
৩০
২৫
২০
কোনোটিই নয়
295. 1kg/m³ RCC-এর ওজন সাধারণত ধরা হয়- [MOE-05, DM-19]
১০০ কেজি
২৪০০ কেজি
১২০০ কেজি
৩০০ কেজি
296. 100 cft ভেজা কংক্রিটের জন্য কত cft শুকনা কংক্রিটের প্রয়োজন? [BPSC-20]
175 cft
150 eft
166 cft
125 eft
297. এক ঘনফুট লোহার ওজন কত? [DM-19]
100 lb
200 lb
400 lb
490 lb
298. ০.০১ হেক্টর একটি পুকুরে ১ মিটার গভীরতায় পানির পরিমাণ কত?
১০০ লিটার
৫০০০ লিটার
১০০০ লিটার
১,০০,০০০ লিটার
299. ১ মিটার দৈর্ঘ্যের ১৬ মিমি রডের ওজন কত? [BWDB-20]
১.২৭ কেজি
১১.১৪ কেজি
২.৮৯ কেজি
১.৫৮ কেজি
300. ১ ঘনফুট পানির একক ওজন কত?
৬০ পাউন্ড
৬৫.৫ পাউন্ড
৬৫ পাউন্ড
৬২.৫ পাউন্ড