Image
এস্টিমেটিং এন্ড কস্টিং Questions
1. ছাদে প্লাস্টারের অনুপাত হলো-
১:৩ অথবা ১:৪
১:২ ১/ ২ অথবা ১:৫
১:৪ অথবা ১:৬
১:২ অথবা ১:৫
2. গণপূর্ত কাজের যাবতীয় লেনদেন কোষাগার, অর্থ ও হিসাবপ্রণালি সম্পর্কিত বিধি ও নির্দেশসমূহ যে বইয়ে লেখা থাকে, তাকে বলা হয়-
গণপূর্ত হিসাব বই
হিসাব সংহিতা
উপরে উল্লিখিত দুটি
কোনোটিই নয়
3. সাধারণভাবে গণপূর্ত দপ্তর বলতে বুঝায়-
ইমারত দপ্তর
সড়ক দপ্তর
উভয়টি
কোনোটিই নয়
4. ঘরের ছাদে পানিরোধক হিসাবে ব্যবহৃত হয়-
PIASTER
DPP
DPC
RCC
5. রংকরণে সম্পূর্ণ কাঠের পাল্লায় উভয় পৃষ্ঠের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের -
১ গুণ
১ ১/২ গুণ
২ গুণ
২ ১/২ গুণ
6. Departmental charge দালান খরচের-
৫%-১০%
১৫%-২০%
২০%-২৫%
১০%-১৫%
7. প্লাস্টারিং একক হিসাব করা হয়-
ঘনমিটারে
রানিং মিটার
বর্গমিটারে
কোনোটিই নয়
8. জল সরবরাহ ও অন্যান্য কাজে নিয়োজিত-
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর
ইমারত দপ্তর
কোনোটিই নয়
9. দেয়ালে প্লাস্টারের অনুপাত হলো-
1:6
1:4
1:5
1:7
10. প্লাস্টারের কাজে কত বর্গমিটার পর্যন্ত ফাঁকা জায়গা বাদ দেওয়া হয় না?
০.৫ বর্গমিটার
১.০০ বর্গমিটার
০.৮ বর্গমিটার
০.৬ বর্গমিটার
11. বর্গাকার কলামে প্রধান চারদিকে ঘুরানো রডকে বলা হয়-
স্পাইরাল
টাই
উপরের দুটি
কোনোটিই নয়
12. আরসিসি বিশেষ অনুপাত-
১:১.৫: ২.৫
১:১.৫:৩
১:১:২
কোনোটিই নয়
13. সড়ক, সেতু, কালভার্ট ও সংশ্লিষ্ট কাজের দায়িত্বে নিয়োজিত-
ইমারত দপ্তর
জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
সড়ক ও জনপদ দপ্তর
14. প্রাক্কলন বলতে বুঝায়-
চূড়ান্ত খরচ
মজুরি খরচ
সম্ভাব্য খরচ
গ্রিট চেম্বার খরচ
15. প্রভারিত সংস্থার ব্যয় দালান খরচের-
১.৫%
৪.৫%
২.৫%
৩.৫%
16. ACI Code অনুসারে Column-এর Minimum Longitudinal reinforcement কত?
০.৫%
৩%
২%
১%
17. ইটের গাঁথুনির কাজে কত বর্গমিটার ফাঁকা স্থান বাদ দেওয়া হয় না?
০.৫ বর্গমিটার
০.৩ বর্গমিটার
০.১ বর্গমিটার
০.৪ বর্গমিটার
18. দালানে চুনকামের কাজ আস্তরের কাজের-
বেশি
কম
সমান
কোনোটিই নয়
19. ড্যাডো কেন ব্যবহার করা হয়?
মেঝে থেকে পানি শোষণ রোধের জন্য
মেঝেকে স্যাঁতসেঁতে রাখার জন্য
সৌন্দর্য বৃদ্ধির জন্য
দ্রুত প্লাস্টার করার জন্য
20. সেপটিক ট্যাংকের প্রথম কক্ষকে বলা হয়-
গ্রিট চেম্বার
ড্রেসিং চেম্বার
স্কিন চেম্বার
কোনোটিই নয়