কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং MCQ
161. m(t)= 10sin (8000nt) এর জন্য Nyquist sampling rate কত?
40kHz
16kHz
8kHz
32kHz
162. অপটিক্যাল ফাইবারে কোনটি ঘটে?
আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
আলোর প্রতিসরণ
আলোর বিচ্ছুরণ
কোনোটিই নয়
163. ৩৩। অ্যানালগ কমিউনিকেশনের চেয়ে ডিজিটাল কমিউনিকেশনের সবচেয়ে বড় সুবিধা হলো-
ডিজিটালে ব্যান্ডউইডথ কম লাগে
ডিজিটালে ব্যান্ডউইডথ বেশি লাগে
ডিজিটালে অতি দ্রুত সিগন্যাল পৌছে যায়
ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগন্যাল ঠিকমতো পৌছানো যায়
164. একটি অফিসের দুটি কক্ষে অবস্থিত দুটি কম্পিউটার এর মধ্যে স্থাপিত নেটওয়ার্ক সংযোগটি হবে-
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)
গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক (GAN)
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)
ম্মল এরিয়া নেটওয়ার্ক (SAN)
165. যদি প্রতি টিভি পিকচারে ৬২৫ লাইনস হয়, তবে প্রতি ফিল্ডে লাইনস হবে---
১২৫০
২৫০০
৬২৫
৩১২.৫
166. নিচের কোন আইপি অ্যাড্রেসটি সঠিক নয়?
192.168.20.4
203.208.16.3
10.10.10.1
203.195.283.1
167. সুইচিং মোড পাওয়ার সাপ্লাই-এ কোন প্রকার মডুলেশন ব্যবহৃত হয়?
পালস কোড
পালস পজিশন
পালস উইডথ
পালস উচ্চতা
168. কোন Telecommunication media-তে attenuation সবচেয়ে বেশি হয়?
Twisted pair Cu cable
Optical fiber
Co-axial cable
Wireless channel
169. ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি ১০০০ কেসিএফ মডুলেটিং, অডিও ফ্রিকুয়েন্সি ১০০ সাইকেল-৫০০০; আপার সাইডব্যান্ডের সর্বনিম্ন ফ্রিকুয়েন্সি কত?
১০০৫ কেসি
১০০০.১ কেসি
৯৯৯.৯৮ কেসি
১৯৫ কেসি
170. সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়?
PAN
LAN
MAN
WAN
171. কোনো সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি আছে, কোন কোন মাত্রায় আছে, তা জানার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করতে হবে?
ফ্রিকুয়েন্সি মিটার
পাওয়ার মিটার
স্পেক্ট্রাম অ্যানালাইজার
অসিলোস্কোপ
172. নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম?
এন্ড্রয়েড
Word
এক্সেল
অ্যাডোবি এক্স
173. কম্পিউটারে নতুন একটি প্রোগ্রাম দেয়াকে সাধারণত কী বলে?
প্রোগ্রাম লোড করা
ইনস্টল করা
ট্রান্সফার করা
আপলোড করা
174. একটি সিগন্যালে ৫০, ১০০ ও ৫০০ হার্টজ-এর ফ্রিকুয়েন্সি আছে। এই সিগন্যালের জন্য নাইকুয়েস্ট স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি কত হবে?
১০০ হার্টজ
২০০ হার্টজ
৫০০ হার্টজ
১০০০ হার্টজ
175. টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন চুম্বক ব্যবহৃত হয়?
সংকর চুম্বক
অস্থায়ী চুম্বক
সিরামিক চুম্বক
এলিনকো
176. ডাটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক ৩০ নোট উপাদান কয়টি?
৩
৪
৫
৬
177. AM রেডিওর গ্রাহকযন্ত্রে অডিও সিগন্যাল ডিটেক্ট করার জন্য কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়?
ফস্টার-সিলি ডিটেক্টর
ফেজ লকড ডিটেক্টর
ডায়োড ডিটেক্টর
প্রোডাক্ট ডিটেক্টর
178. কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে ৪ পারে?
মেশিন ভাষা
হাই-লেভেল ভাষা
অ্যাসেম্বলি ভাষা
চতুর্থ প্রজন্মের ভাষা
179. রেডিও, টেলিভিশন, ফোন-এর জন্য কোন তরঙ্গ ব্যবহৃত হয়?
শব্দতরঙ্গ
তাপতরঙ্গ
ভূ-তরঙ্গ
তাড়িত চৌম্বক তরঙ্গ
180. কম্পিউটার ভাইরাস কী?
এক ধরনের জীবাণু
ধুলাবালি
ক্ষতিকারক সফটওয়্যার প্রোগ্রাম
কম্পিউটার হার্ডওয়্যার