কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং MCQ
101. একটা Picture-এর Light shade-এর প্রতিটি ছোট arca-কে বলা হয়-
line
frame
snapshot
pixel
102. Studio transmitter link ব্যবহৃত হয়-
Satellite TV broadcast-
যখন uansmitter থেকে stadio অনেক দূরে অবস্থিত
যখন transmitter এবং studio একই জায়গায় অবস্থিত
Color TV broadcast-
103. একটা TV receiver electron-এ Beam হতে হবে-
৬০ মিলিসেকেন্ড
scan time-এর চেয়ে অনেক কম
scan time-এর চেয়ে অনেক বেশি
scan time-এর সমান
104. নিম্নোক্ত কারণে একটি TV transmitting antenna সীমিত দূরত্ব পর্যন্ত signal পাঠাতে পারে-
Electromagnetic interference
আয়োনোস্ফেয়ার থেকে reflection
ব্যবহৃত carrier wave-এর line of sik propagation বৈশিষ্ট্য
earth curvature-এর বরাবরে propagation
105. মডিউলেশনের উদ্দেশ্য-
ভিন্ন কম্পাঙ্কের সংকেতগুলোকে একত্রিত করা
ক্যারিয়ার ওয়েভের বৈশিষ্ট্যের পরিবর্তন করা
দক্ষতার সাথে কম কম্পাঙ্কের সংকেতকে দূরবর্তী স্থানে প্ররণ করা
পার্শ্ব ব্যান্ড সৃষ্টি করা
106. গ্রেডেড সূচক অপটিক্যাল ফাইবারে পূর্ণ প্রতিফলিত রশ্মির গতিপথ-
সরল রেখা
প্যারাবলিক
ইলিপটিক্যাল
বৃত্তাকার
107. নিম্নোক্ত সংস্থা যোগাযোগ উপগ্রহের জন্য সমগ্র বিশ্বে প্রযোজ্য নিয়মাবলি প্রণয়ন করে-
ITU
CCIT
Intelsat Consortium
FCC
108. Cable TV-গুলো-
একটা common channel আছে
একটা common receiving antenna আছে
একটা common transmitting antenna আছে
antenna এবং receiver-এর মাঝে একটা সোমাগার cable আছে
109. Vidicon image plate-এর ব্যাস প্রায়-
১ ইঞ্চি
৫ইঞ্চি
৩ ইঞ্চি
২ ইঞ্চি
110. একটি TV receiver কোনো ছবি বা শব্দ দেয় না কিন্তু স্বাভাবিক Raster দেয়। Trouble-টি নিম্নোক্ত এ circuit হতে পারে-
IF amplifier
Local oscillator
Horizontal AFC
AGC
111. একটা Picture frame-এর aspect ratio হচ্ছে-
4:3
এটার widthও height-এর যে-কোনো অনুপাত
3:4
20 inch
112. সকল Standard TV broadcast channel-4 picture এবং Sound carrier frequency-এর পার্থক্য হচ্ছে-
শূন্য MHz
1.25MHz
4.5MHz
6MHz
113. একটি TV receiver-এর শব্দ স্বাভাবিক কিন্তু কোনো brightness নেই। Trouble-টি নিম্নোক্ত কোনো circuit হতে পারে-
High-voltage rectifier
Synchro separator
Video amplifier
Video detector
114. Color picture tube এর-
তিনটি electron gun আছে
একটি electron gun আছে
তিনটি phosphor dot screen: লাল, সবুজ, নীস
ক এবং খ উভয়টিই
115. অপটিক্যাল ফাইবার তৈরি করতে ব্যবহার হয়-
কপার কোর ও গ্লাস ক্ল্যাড
গ্লাস কোর ও অ্যালুমিনিয়াম ক্ল্যাড
গ্লাস কোর ও প্লাস্টিক ক্ল্যাড
প্লাস্টিক কোর ও গ্লাস ক্ল্যাড
116. প্রতিটি Picture frame-এ line-এর সংখ্যা হচ্ছে-
600
675
700
625
117. Infrared TV camera ব্যবহৃত হয়-
সাধারণ উদ্দেশ্যে
Surveillance-, এ যেখানে দৃশ্যমান আলোকসংকেত পরিহার করতে হবে
যে-কোনো ধরনের Surveillance-এ
হাসপাতালে Surgical operation monitor করার জন্য
118. ডিশ অ্যান্টেনার ব্যাস কম লাগবে যদি -
Satellite power output এবং down link frequency উভয়টিই বাড়ানো হয়
উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যবহৃত হয়
ডিশটি আরও উঁচুতে বসানো হয়
ডিশটি ৯০° azimuth angle-এ বসানো হয়
119. TV-তে চলমান ছবি (Motion picture) যার ফলশ্রুতিতে তা হচ্ছে-
একটা ছবির rapid scanning
Picture frame-গুলোর rapid scan এবং high- repetition rate
Persistence of human vision-এর ব্যবহার
খ ও গ উভ্যাই
120. জিও সিনক্রোনাস স্যাটেলাইটের একটি অরবিট ঘুরে আসতে কত সময় প্রয়োজন?
১ ঘন্টা
১ মাস
২৪ ঘণ্টা
১ বৎসর