Image
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং MCQ
41. একটি 100% মডুলেটেড এএম ওয়েভকে যদি দমন করা হয়, তবে পাওয়ার সাশ্রয়ের হার হবে-
150%
100%
66.66%
50%
42. একটি PAM সিগন্যাল ডিমডুলেটেড করা যেতে পারে নিম্নের কোনটি ব্যবহার করে?
একটি ব্যান্ড পাস ফিল্টার
একটি লো-পাস ফিল্টার
একটি হাই-পাস ফিল্টার
উপরের কোনোটিই নয়
43. একটি অ্যামপ্লিচিড মডুলেটেড ওয়েন্ড ফরমে সাইড ব্যান্ডের অ্যামপ্লিচিউড-
ক্যারিয়ার অ্যামপ্লিচিউড হতে স্বাধীন
মডুলেশন ইনডেক্স হতে স্বাধীন
½ × ক্যারিয়ার অ্যামপ্লিচিউড × মডুলেশন ইনডেক্স
ক্যারিয়ার অ্যামপ্লিচিউড × মডুলেশন ইনডেক্স
44. একই ক্যারিয়ারসহ দুই বা ততোধিক ভয়েজ সার্কিটের জন্য নিম্নের কোনটি ব্যবহার করা প্রয়োজনীয়?
পাইলট ক্যারিয়ার সিস্টেম
ISB এমিশন
লিনকোপেক্স
ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড ট্রান্সমিশন
45. আরএফ অ্যামপ্লিফায়ারে নিউট্রালাইজেশন ব্যবহৃত হয়-
অসিলেশন থামানোর জন্য
ব্যান্ডউইডথ বৃদ্ধির জন্য
সিলেকটিভিটি উন্নয়নের জন্য
ফেজ ডিসক্রিমিনেটর
47. Practical antenna length হ্রাস করে নিচের কোনটি?
মডুলেশন
ডিমডুলেশন
অ্যামপ্লিফিকেশন
ফিল্টারিং
48. একটি এ এম ওয়েভের মডুলেশন ইনডেক্স। হতে 1-এ পরিবর্তিত হয়। ট্রান্সমিটেড পাওয়ার-
50% বৃদ্ধি পায়
অপরিবর্তিত থাকে
অর্ধেক হয়
দ্বিগুণ হয়
49. একটি মাল্টিস্টেজ ট্রান্সমিটারে ফ্রিকুয়েন্সির 1200 Hz. 600 Hz এবং 600Hz ইনকোডিং রেট 12 হলে, বিট রেট কত?
86.7 kbps
57.6 kbps
88 kbps
100 kbps
50. TV ট্রান্সমিটারের Picture signal-এর ক্ষেত্রে কোন মডুলেশন ব্যবহৃত হয়?
ফ্রিকুয়েন্সি মডুলেশন
ফেজ মডুলেশন
অ্যামপ্লিচিউড মডুলেশন
কোড মডুলেশন
52. হারমোনিক জেনারেটর অ্যামপ্লিফায়ার ব্যবহার করে।
ক্লাস-এ
ক্লাস-বি
ক্লাস-এবি
ক্লাস-সি
54. সুপার-হেটারোডাইন রিসিভারে থ্রি-পয়েন্ট ট্র্যাপিং নিম্নের কোনটির সাহায্যে অর্জিত হয়?
ব্যান্ড স্প্রেড কন্ট্রোল
একটি প্যাডলার ক্যাপাসিটর
ডাবল কনভারশন
ফেজ ডিসক্রিমিনেটর
55. অসিলেটর ক্রিস্টাল নিম্নের কোনটির তৈরি?
ডায়মন্ড
সিলিকন
জার্মেনিয়াম
কোয়ার্টজ
57. SSB-তে অপ্রয়োজনীয় সাইড ব্যান্ডস দমন করার জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয় না?
ফেজ শিফট মেথড
ব্যালেন্সড মডুলেটর
'থার্ড' মেথড
ফিল্টার মেথড
58. এফএম-এ মডুলেটেড ক্যারিয়ার পাওয়ার-
মডুলেটিং সিগন্যাল পাওয়ারের সাথে বৃদ্ধি পায়
মডুলেটিং সিগন্যাল পাওয়ার হতে স্বাধীন
মডুলেটিং সিগন্যাল পাওয়ারের সাথে হ্রাস পায়
মডুলেটিং সিগন্যাল পাওয়ারের উপর নির্ভরশীল
59. ডেসিবেল হলো একটি লগারিদমিক ইউনিট, ১২ যা নিম্নের কোনটিকে নির্দেশ করে?
পাওয়ার রেশিও
ভোল্টেজ
কারেন্ট
নয়েজ লেভেল
60. ব্যান্ডউইডথ বাড়ালে অ্যান্টেনার দৈর্ঘ্য-
কমে
বাড়ে
অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়