ব্যাখ্যা: টিউনিং ডায়োডের অপর নাম ভ্যারাক্টর ডায়োড। ভ্যারাক্টর ডায়োডে প্রয়োগকৃত রিভার্স বায়াস দ্বারা পরিবর্তনশীল ক্যাপাসিট্যান্সের মান নিয়ন্ত্রণ করে এর সাহায্যে Tuning করা হয়ে থাকে।
182. যদি FM-এর Transmission bandwidth দ্বিগুণ হয়, তবে SNR হবে-
ব্যাখ্যা: উত্তল লেন্স বিবর্ধক কাচ, ক্যামেরা, চশমায় দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়। অন্যদিকে অবতল লেন্স প্রধানত চশমায়, সিনেমা স্কোপ প্রজেক্টরে ব্যবহার করা হয়।
184. TV Transmitter-এর সাউন্ড এর জন্য কোন মডুলেশন ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: কোনো অ্যান্টেনার ক্ষেত্রে যে দিকে গেইন সর্বোচ্চ হয়ে থাকে, তাকে অ্যান্টেনার ডাইরেক্ট গেইন বা ডাইরেক্টিভিটি বলে। একে অ্যান্টেনার সর্বোচ্চ পাওয়ার গেইনও বলা হয়ে থাকে।
ব্যাখ্যা: CATV বা Community Antenna TV মূলত Cable TV নামেও পরিচিত। মূলত Co-axial cable-এর মাধ্যমে লোকাল কমিউনিটিতে টেলিভিশন সিগন্যাল ব্যবহার করার জন্য CATV ব্যবহার করা হয়।
196. Amplitude modulation-এর ক্ষেত্রে Bandwidth (BW) হলো-
ব্যাখ্যা: Amplitude modulation-এর ক্ষেত্রে Band Width (BW) হলে BW= 2fm এবং frequency modulation-এর ক্ষেত্রে Band Width (BW) হলো BW = 2 [∆f + fm] = 2 fm (mf+1)
197. একটি Amplifier বর্তনীতে coupling capacitor ব্যবহার করা হয়-
ব্যাখ্যা: একটি ক্যাপাসিটর ব্যবহার করে অ্যামপ্লিফায়ারের এসি সিগন্যালকে যেতে দেয় এবং ডিসি সিগন্যালকে ব্লক করার ব্যবস্থা করা হয়। তাই একে DC ব্লকিং ক্যাপাসিটর বা কাপলিং ক্যাপাসিটর বলে।
198. World Communication ব্যবস্থার জন্য কয়টি Satellite প্রয়োজন?
ব্যাখ্যা: ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইটের যাত্রা শুরু করে। এতে মোট ট্রান্সপন্ডার ৪০টি। এটি যুক্তরাষ্ট্রের কেজ কেনেডি থেকে ১২ মে ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয়। এটি ফ্রান্সে তৈরি।
200. যদি ৫০০Hz এবং ১/ ২,২৫kHz হয়, তবে মডুলেশন Index হবে-