Image
কারক ও বিভক্তি MCQ
181. 'লোকে কিনা বলে'- বাক্যের 'লোক' শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত আছে
-এ
-কে
-যে
-তে
182. যা ক্রিয়া সম্পাদন করে তাকে কী বলে?
কবিজ্ঞপ্তি
উপসর্গ
অনুজ্ঞা
কারক
183. 'অর্থ অনর্থ ঘটায়' অর্থ এর কারক ও বিভক্তি কী?
কর্মে শূন্য
করণে ২য়া
অপাদানে ২য়া
কর্তায় শূন্য
184. 'আমি ঢাকা যাব'। এখানে 'ঢাকা' কোন কারক?
কর্ম
করণ
অপাদান
অধিকরণ
185. সাপের হাসি বেদেয় চেনে। রেখা চিহ্নিত শব্দটির কারক নির্ণয় করুন।
কর্মকারক
কর্তৃকারক
করণকারক
অপাদান
186. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেয়া হয়েছে?
পাগলে কি না বলে
বনে বাঘ থাকে
অন্ধজনে দেহ আলো
ফুলে ফুলে বাগান ভারা
187. 'মুষলধারে বৃষ্টি পড়ছে'- বাক্যে 'বৃষ্টি' কোন কারকে কোন বিভক্তি?
কর্তা কারকে সপ্তমী
কর্মকারকে শূন্য
কর্তা কারকে শূন্য
করণ কারকে শূন্য
188. বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার?
189. নিচের কোনটি বিভক্তি নয়?
দ্বারা
থেকে
চেয়ে
পর্যন্ত
190. 'গরুতে দুধ দেয়' বাক্যে 'গরুতে' কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী
কর্তৃকারকে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী