Image
কারক ও বিভক্তি Questions
101. 'কান্নায় শোক কমে' বাক্যে 'কান্নায়' কোন কারক?
করণ কারক
সম্প্রদান কারক
অপাদান কারক
অধিকরণ কারক
102. 'তিলে তৈল হয়' ’ তিলে ’কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে প্রথমা
সম্প্রদানে চতুর্থী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
103. 'মেঘে বৃষ্টি হয়'; 'মেঘে' কোন কারক?
কর্তৃকারক
করণকারক
কর্মকারক
অপাদান কারক
104. 'টাকায় টাকা আনে'- এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ৭মী
কর্মকারকে ৭মী
অপাদানে ৭মী
করণ কারকে ৭মী
105. 'আজকে নগদ কালকে ধার' বাক্যে নিম্নরেখ আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ২য়া
কর্মে শূন্য
অধিকরণে ২য়া
করণে ২য়া
106. 'আমার যাওয়া হয়নি'- 'আমার' কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
কর্তায় ষষ্ঠী
কর্তায় শূন্য
কর্মে ষষ্ঠী
107. 'গৃহহীন চিরদিন থাকে পরাধীন।' নিম্নরেখ 'গৃহহীন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে শূন্য
করণে শূন্য
কর্মকারকে শূন্য
অপাদানে শূন্য
108. 'কালো মেঘ থেকে বৃষ্টি হয়।' এই বাক্যের 'মেঘ থেকে' কোন কারক?
কর্তৃকারক
অপাদান
কর্মকারক
অধিকরণ
109. 'রাজায় রাজায় লড়াই করছে'- এ বাক্যে 'রাজায় রাজায় কী?
প্রযোজক কর্তা
ব্যতিহার কর্তা
মুখ্য কর্তা
ণিজন্ত কর্তা
110. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
ছেলেরা ফুটবল খেলছে
শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
মুষলধারে বৃষ্টি পড়ছে
111. স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না।' এখানে 'স্কুল' কোন কারকের কোন বিভক্তি?
কর্তায় শূন্য
করণে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
112. কারক নির্ণয় করুন- 'লোভে পাপ পাপে মৃত্যু।'
কর্মকারক
অপাদান কারক
সম্প্রদান কারক
অধিকরণ কারক
113. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
বিভক্তি
প্রত্যয়
কারক
অনুসর্গ
114. কারক কয় প্রকার?
৫ প্রকার
৩ প্রকার
৬ প্রকার
৭ প্রকার
115. 'বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা' বাক্যে নিম্নরেখ বিপদে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
অপাদানে পঞ্চমী
কর্তায় শূন্য
116. 'দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে' এ বাক্যে 'দেবতার' পদটি-
সম্প্রদানে ষষ্ঠী
কর্মে ষষ্ঠী
সম্বন্ধে ষষ্ঠী
কর্তায় যষ্ঠী
117. নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুণ: 'ভূতকে আবার কিসের ভয়'।
কালাধিকরণে ২য়া বিভক্তি
ভাবাধিকরণে ২য়া বিভক্তি
অপাদানে ২য়া বিভক্তি
কর্মে ২য়া বিভক্তি
118. 'নদীর মাছ সুস্বাদু' বাক্যে নিম্নরেখ 'নদীর শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে যষ্ঠী
অধিকরণে ষষ্ঠী
অপাদানে ৭মী
কর্মে ষষ্ঠী
119. অধিকরণ কারক কত প্রকার?
দুই প্রকার
চার প্রকার
তিন প্রকার
পাঁচ প্রকার
120. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
অন্ধজনে বন্ধ ঘরে, দিবা রাত্রি কষ্ট করে
ঘর ভরেছে অন্ধজনে
অন্ধজনে দেহ আলো
হাত বাড়িয়ে কর্মে টান অন্ধজনে