Image
কারক ও বিভক্তি MCQ
141. অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
দুধ থেকে ঘি হয়
মেঘ থেকে বৃষ্টি হয়
তিলে তৈল আছে
তিল থেকে তেল হয়
142. 'সব ঝিনুকে মুক্তা মিলে না' বাক্যে নিম্নরেখ ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় দ্বিতীয়া
কর্মে দ্বিতীয়া
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
143. 'সাদা মেঘে বৃষ্টি হয় না' এখানে 'মেঘে' কোন কারক?
অধিকরণ কারক
অপাদান কারক
কর্মকারক
সম্প্রদান কারক
144. 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?' বাক্যে নিম্নরেখ রাঘবে?শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
অপাদানে ৭মী
কর্মে ২য়া
করণে ৭মী
145. কারক ও বিভক্তি নির্ণয় করুন: ছাঁদ থেকে চাঁদ দেখা যায়। ছাঁদ থেকে কোন কারকে কোন বিভক্তি?
কর্মে সপ্তমী
অপাদানে সপ্তমী
করণে শূন্য
অধিকরণে পঞ্চমী
146. 'টাকায় টাকা হয়' বাক্যে নিম্নরেখ 'টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
অপাদানে ৭মী
করণে ৭মী
অধিকরণে ৭মী
147. 'সেখানে বাঘের ভয় নেই' বাক্যে নিম্নরেখ বাঘের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৬ষ্ঠী
কর্তৃকারকে ৬ষ্ঠী
অপাদানে ৬ষ্ঠী
অধিকরণে ৬ষ্ঠী
148. 'আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক' ‘বাংলাদেশের’ কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৬ষ্ঠী
করণে শূন্য
অধিকরণে ৬ষ্ঠী
করণে সপ্তমী
149. 'যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।' বাক্যে নিম্নরেখ বাঘের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে যষ্ঠী
অপাদানে সপ্তমী
কর্মে ষষ্ঠী
করণে শূন্য
150. 'একদিন পাপের ফল ফলবে' ‘একদিন ’কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে শূন্য
অধিকরণে ৩য়া
অধিকরণে ২য়া
অধিকরণে ৭মী
151. 'তার চোখ দিয়ে পানি পড়ে' বাক্যে নিম্নরেখ চোখ দিয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৩য়া
অপাদানে ৩য়া
করণে ৩য়া
অধিকরণে ৩য়া
152. 'গাড়ী স্টেশন ছাড়ল' বাক্যে স্টেশন কোন বিভক্তি?
অপাদানে ৫মী
অপাদানে শূন্য
কর্মে শূন্য
অধিকরণে শূন্য
153. 'আকাশে চাঁদ উঠেছে।' এখানে 'আকাশে' কোন প্রকারের অধিকরণ?
ভাবাধিকরণ
কালাধিকরণ
ঐকদেশিক অধিকরণ
বৈষয়িক অধিকরণ
154. 'রহিম বিজ্ঞানে ভালো' এ বাক্যে 'বিজ্ঞানে' কোন কারক?
অপাদান
করণ
সম্প্রদান
অধিকরণ
155. 'রোববার স্কুল বন্ধ' এখানে 'রোববার' কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
কর্মে শূন্য
156. পরাজয়ে ডরে না বীর। পরাজয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ২য়া
করণে ৭মী
অপাদানে ৫মী
অপাদানে ৭মী
157. 'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' ’ 'সর্বাঙ্গে ’কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
অপাদানে তৃতীয়া
অধিকরণে তৃতীয়া
অধিকরণে সপ্তমী
158. 'পড়ায় আমার মন বসে না' এখানে 'পড়ায়' কোন কারকে কোন বিভক্তি?
কর্ম কারকে ৭মী বিভক্তি
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
অপাদান কারকে ৭মী বিভক্তি
করণ কারকে ৭মী বিভক্তি
159. 'বেলা যে পড়ে এলো জলকে চল।' ‘জলকে ’কোন কারকে কোন বিভক্তি?
করণে ৭মী
নিমিত্তার্থে ৪র্থী
কর্মে ২য়া
সম্প্রদানে ৪র্থী
160. কোনটি অপাদান কারক?
জিজ্ঞাসিব জনে জনে
ট্রেন স্টেশন ছেড়েছে
বনে বাঘ আছে
গৃহহীনে গৃহ দাও