Image
MCQ
21. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
কে, রে
র, এর
প্রথমা, শূন্য
এ. তে
22. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
23. 'নদীতে মাছ আছে।'- এখানে 'নদীতে' কোন কারক?
কর্ম
অপাদান
করণ
অধিকরণ
24. তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। 'তখনকার' শব্দটি কোন কারক?
অপাদান কারক
কর্তা কারক
করণ কারক
সম্বন্ধ কারক
25. 'গাছ থেকে ফল পড়ে' কোন কারক?
অপাদান
অধিকরণ
করণ
সম্প্রদান
26. মাননীয় প্রধানমন্ত্রী বললেন, 'গৃহহীনে গৃহ দাও'- এখানে 'গৃহহীনে' কোন কারক?
করণ
সম্প্রদান
কর্ম
অধিকরণ
27. 'পরাগ' বইটি দিয়ে যাও' বাক্যে 'পরাগ, কোন পদ?
সম্বোধন পদ
বিশেষ্য পদ
সম্বন্ধ পদ
সর্বনাম পদ
28. 'বাবাকে বড্ড ভয় খাই'- এখানে 'বাবাকে' শব্দটি কোন কারক ও বিভক্তি?
কর্মে ২য়া
অপাদানে ২য়া
কর্মে ৪র্থী
অপাদানে ৫মী
29. 'এ যুদ্ধে বাঁধা দিও না' যুদ্ধে কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
অধিকরণে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
30. অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
সারারাত বৃষ্টি ছিল।
বাড়ি থেকে নদী দেখা যায়।
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।
ভোরে সূর্য উঠে।
31. এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"- বাক্যটিতে ১৭তম শিক্ষক 'স্বাধীনতার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
নিমিত্তার্থে ষষ্ঠী
সম্প্রদানে ষষ্ঠী
কর্মে ষষ্ঠী
করণে ষষ্ঠী
32. . ফুলের গন্ধে ঘুম আসেনা। ফুলের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ৬ষ্ঠী
অপাদানে ১মা
কর্মে ৬ষ্ঠী
কর্তায় ৬ষ্ঠী
33. বসন্তে কোকিল ডাকে- এ বাক্যে 'বসন্তে' কোন কারক?
অধিকরণ কারক
অপাদান কারক
কর্মকারক
করণ কারক
34. 'রাতে তারা দেখা যায়'- এ বাক্যে 'রাতে' কোন কারকে কোন বিভক্তি ?
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
কর্তায় ৭মী
কর্মে ৭মী
35. 'ছাদ থেকে পানি পড়ে'- কোন কারকে কোন বিভক্তি?
করণে ৭মী
অধিকরণে ৫মী
অধিকরণে ৭মী
অপাদানে ৫মী
36. 'জমি থেকে ফসল পাই' বাক্যটি কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে?
জাত
বিচ্যুত
রক্ষিত
গৃহীত
37. 'আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে'- শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
কর্তায় সপ্তমী
করণে সপ্তমী
কর্মে সপ্তমী
অপাদানে সপ্তমী
38. 'দুধ থেকে দই হয়' এখানে 'দুধ থেকে' কোন অর্থে অপাদান কারক?
জাত
গৃহীত
আরম্ভ
রক্ষিত
39. 'রাজিব বাংলা ব্যাকরণে ভালো' বাংলা ব্যাকরণে কোন কারক?
অপাদান
অধিকরণ
সম্প্রদান
কর্মকারক
40. 'তিনি বাড়ী নেই'- কোন কারক?
অধিকরণে শূন্য
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
কর্মে শূন্য