Image
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী MCQ
81. পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন কে?
মানবেন্দ্র নারায়ন লারমা
রাজা দেবাশীষ রায়
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা/সন্ত লারমা
মনি স্বপন দেওয়ান
82. বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়--
২ ডিসেম্বর, ১৯৯৭
১৬ ডিসেম্বর, ১৯৯৭
২৫ ডিসেম্বর, ১৯৯৭
১২ নভেম্বর, ১৯৯৭
83. বাংলাদেশের যে ক্ষুদ্র জতিসত্তা সিলেটে বাস করে না-
খাসিয়া
পাত্র
মণিপুরী
তঞ্চঙ্গ্যা
84. বাংলাদেশে প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয়—
২৬ জুলাই, ১৯৭২
২৬ জুলাই, ১৯৭৩ ২
৬ জুলাই, ১৯৭৪
২৬ জুলাই, ১৯৭৫
85. যে জেলায় হাজংদের বসবাস নেই—
শেরপুর
ময়মনসিংহ
সিলেট
রংপুর
86. বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়--
গারো
মণিপুরি
রোহিঙ্গা
সাঁওতাল
87. জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া
বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে
88. বাংলাদেশে বসবাস নেই কোন নৃ-গোষ্ঠীর?
খিয়াং
মো/মুরং
চাক
মুর
89. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
মফিজ উদ্দিন কমিশন
সামসুল হক কমিশন
মাজেদ খান কমিশন
কুদরত-ই-খুদা কমিশন
90. ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আমাদের প্রধান স্মরণীয় ঘটনা কী?
মাগুরছড়ায় গ্যাস বিস্ফোরণ
যমুনা সেতু উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি
কুয়ালালামপুরে কেনিয়াকে ক্রিকেট খেলায় পরাজিত কর
91. হাজংদের অধিবাস কোথায়?
সিলেট ও রাঙ্গামাটি
কক্সবাজার ও ফেনী
রংপুর ও দিনাজপুর
ময়মনসিংহ ও নেত্রকোণা
92. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কী?
বীর বাহাদুর
এম. এন. লারমা
দেবাশীষ রায়
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
93. কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়?
আইনু
ম্রো
হাজং
তঞ্চঙ্গ্যা
95. বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন—
প্রফেসর ইন্নাস আলী
কুদরত-ই-খুদা
ড. এম. এ. গণি প্রফেসর
এম. এইচ, খন্দকার
96. উপজাতিদের প্রতিনিধি হিসেবে কে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন?
মানবেন্দ্র নারায়ন লারমা
রাজা দেবাশীষ রায়
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা/সন্ত লারমা
মনি স্বপন দেওয়ান
97. বাংলাদেশের বাস নেই এমন উপজাতির নাম --
সাঁওতাল
মাওরি
মুরং/মো
গারো
98. কোনটি জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয়?
খাসিয়া
বম
ঘুমি
চাক
100. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়?
২ ডিসেম্বর, ১৯৯৭
১৬ ডিসেম্বর, ১৯৯৭
২৫ ডিসেম্বর, ১৯৯৭
১২ নভেম্বর, ১৯৯৭