EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
181. Building-এর Load bearing wall-এর Foundation depth সর্বনিম্ন হতে হবে-
600mm
700mm
800mm
900mm
ব্যাখ্যা: Building-এর Load bearing wall বা Brick wall-এর Foundation depth 900mm (35 inch)-এর কম দেওয়া যাবে না।
182. নিচের কোনটি Shallow foundation?
well foundation
pile foundation
pier foundation.
footing
ব্যাখ্যা: well, pile. and pier all are deep foundation. এবং ফুটিং মূলত অগভীর ফাইন্ডেশনের একটি অংশ যা কাঠামোর লোডকে একটি বৃহৎ অংশে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়। গভীর ফাউন্ডেশনে ফুটিং ব্যবহৃত হয় না। আপনার পায়ের পাতা যে কাজ করে ফুটিং ঠিক একই কাজ করে। অতি সংক্ষেপে, সমস্ত ফুটিংই ফাউন্ডেশন কিন্তু সমস্ত ফাউন্ডেশন ফুটিং নয়।
183. যখন দুই বা ততোধিক Footing-কে বিম দ্বারা সংযোগ দেওয়া হয় ত এঐ Fotting-কে বলা হয়-
Beam footing
Combined footing
Strap footing
Mat footing
ব্যাখ্যা: যখন দুটি কলাম একসাথে কাছাকাছি থাকে, যখন মৃধু কলামের বেস প্ল্যাব ওভারল্যাপ হয়, যেখানে মাটির ভারক্ষমতা কম, বান বেসপ্ল্যাবের সংলগ্ন বিভিন্ন লাইন, বিল্ডিং বা নর্দমা থাকে সেক্ষেত্রে Combined footing ব্যবহার করা হয়।