Image
MCQ
121. জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?
বিশ্ব খেলাধুলার ব্যবস্থা উন্নত করার জন্য
বিশ্বব্যাপী সরকার গঠনের জন্য
আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করার জন্য
যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
122. কবে ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়?
১৯৩৩
১৯৪৩
১৯৪৫
১৯৪৭
123. ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল---
বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
জিব্রালটার প্রণালির সুরক্ষা
জাতিসংঘ প্রতিষ্ঠা
যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ
124. জাতিসংঘ দিবস পালিত হয়।
২৪ অক্টোবর
২৪ আগস্ট
২৪ ডিসেম্বর
২৪ নভেম্বর
125. জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী দেশ কতটি?
৫০টি
৫১টি
৫২টি
১০০০টি
126. জাতিসংঘ গঠনের উদ্যোক্তা কে ছিলেন?/ জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন? / জাতিসংঘ নামকরণ করেন কে?
উইনস্টোন চার্চিল
উ-থান্ট
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
জোসেফ স্ট্যালিন
127. জাতিসংঘ সনদে মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল? / জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ কতটি?
৫০টি
৫১টি
৫২টি
১০০০টি
128. জাতিসংঘের মূলমন্ত্র হলো / জাতিসংঘের মোটো কী?
এ পৃথিবী আপনার
সকলের জন্যে জীবন
শাস্তি
সমান অধিকার
129. কতটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
৫০টি
৪৮টি
৫১টি
৬০টি
130. জাতিসংঘের উদ্দেশ্য কী?
যুদ্ধ বন্ধ করা
আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
সদস্য দেশসমূহের সমস্যার সমাধান করা
131. জাতিসংঘ সনদের রচয়িতা কে?
আর্চিবাল্ড ম্যাকলেইস
প্যাট্রিসিয়া ডুরাই
হ্যারিসন
অ্যালেন গিনসবার্গ
132. কবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে?/ কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?
২০ অক্টোবর, ১৯৪৫
২৪ অক্টোবর, ১৯৪৫
২৬ অক্টোবর, ১৯৪৫
৩০ অক্টোবর, ১৯৪৫
133. ১৯৪৫ সালের ২৬ জুন সানফ্রান্সিসকো সম্মেলনের দিন জাতিসংঘ সনদে কতটি দেশ স্বাক্ষর করেছিল?
২৫
৫০
৬০
৭৫
134. কোন সংস্থাটি আন্তর্জাতিক বিরোধ সমাধানের চেষ্টা করে?
জাতিসংঘ
আইএমএফ
ইউনিসেফ
গ্রীন পিস
135. ১৯৪৫ সালে আতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
সানফ্রান্সিসকো
নিউইয়র্ক
প্যারিস
জেনেভা
136. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
জার্মানি
হাঙ্গেরি
পোল্যান্ড
ব্রিটেন
137. কোন সম্মেলনে দ্বিতীয় মহাযুদ্ধোত্তর আমেরিকা, ব্রিটিশ ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করেন?
তেহরান
পটসডম
বার্লিন
মস্কো
138. জাতিসংঘের পতাকার রং---
সাদা
হালকা বেগুনি
হালকা নীল
হালকা সবুজ
139. জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল?
৫০টি
৪৮টি
৫১টি
৬০টি
140. কবে জাতিসংঘ সনদ কার্যকরী হয়?
২০ অক্টোবর, ১৯২০
২০ অক্টোবর, ১৯৪০
২৪ অক্টোবর, ১৯৪৫
২৪ অক্টোবর, ১৯৫০