Image
জাতিসংঘ MCQ
221. জাতিসংঘে প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাষ্ট্রের পদমর্যাদা কী?
অ-রাষ্ট্রীয় পর্যবেক্ষক
রাষ্ট্রীয় পর্যবেক্ষক
কোনো পদমর্যাদা নেই
কোনোটিই নয়
222. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় -
১৯৪৫
১৯৪৬
১৯৪৭
২০০৪
223. কোন শহরে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল?
নিউইয়র্ক
তেহরান
সানফ্রান্সিসকো
লন্ডন
224. কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই?
থাইল্যান্ড
তাইওয়ান
ইসরাইল
দক্ষিণ আফ্রিকা
225. জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
প্যালেস্টাইন / ফিলিস্তিন
পূর্ব তিমুর
মোনাকো
ম্যাকাও
226. জাতিসংঘের সাধারণ পরিষদের সদর দপ্তর কোথায়?
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
প্যারিস, ফ্রান্স
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
টোকিও, জাপান
227. কোন দুইটি স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য নয়?
মন্ট্রিনিগ্রো ও সার্বিয়া
ভ্যাটিকান সিটি ও কসোভো
তাইওয়ান ও দক্ষিণ সুদান
কোনোটিই নয়
228. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
তিনজন
চারজন
পাঁচজন
ছয়জন
229. সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে-
১৯৯৪ সালে
১৯৯২ সালে
২০০০ সালে
২০০২ সালে
230. সাম্প্রতিক সময়ে জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হয়?
৭০
৭৭
৭৪
৭৩
231. ১৯৯৫ সালে কোন সংস্থার গোল্ডেন জুবিলি পালিত হয়?
UNO
NAM
GATT
ASEAN
232. নিচের কোনটি জাতিসংঘের সদস্য নয়?
কোরিয়া
কিউবা
জাপান
তাইওয়ান
233. নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
দ্বিতীয়
তৃতীয়
পঞ্চম
ষষ্ঠ
235. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতিবছর কয়বার বসে?
একবার
দুইবার
তিনবার
চারবার
236. ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল?
১৯৪৭ সালে
১৯৫২ সালে
১৯৬৫ সালে
১৯৬৬ সালে
237. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়/ প্রথাগতাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
238. জাতিসংঘের ৭৭তম অধিবেশনে সভাপতি ছিলেন---
তেনজিং (যুক্তরাষ্ট্র)
এম এইচ সোহাগ (নেপাল)
শেখ হাসিনা (বাংলাদেশ)
কাসাবা কোরেসি (হাঙ্গেরি)
239. নিচের কোনটি জাতিসংঘের সদস্য নয়?
ভ্যাটিকান সিটি
আফগানিস্তান
উত্তর কোরিয়া
কোনোটিই নয়
240. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে?
মমতা ব্যানার্জী
প্রতিভা পাতিল
মায়াবতী
বিজয়ালক্ষ্মী পন্ডিত