EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
321. একটি Hydrometer সাধারণত কোন Temperature-এ Calibrate করা থাকে?
২৭°সে.
৩০°সে.
০°সে.
৫০°সে.
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: হাইড্রোমিটার সব সময় 27°C তাপমাত্রায় কেলিব্রেশন করা হয়ে থাকে। হাইড্রোমিটার বিশ্লেষণে মাটিকে পানির সাথে মিশাতে 4% হারে সোডিয়াম হেক্সামেটা ফসফেট [Na6 (PO)6] কেমিক্যাল ব্যবহার করা হয়।
322. নিচের কোন equation-টি Density Index-এর?
I_d = (e-e_min)/( e_max-e_min)
I_d=(e_max-e)/( e_max-e_min )
I_d =( e_max-e_min)/ /( e-e_min)
I_d =( e_max-e_min)/ /( e_max-e)
ব্যাখ্যা: ব্যাখ্যা: Density Index: সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত (e_max) এবং মাটির প্রকৃতির ফাঁকা অংশের অনুপাত এর পাথর্য্যের সাথে সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত এবং সর্বাধিক দৃঢ়াবদ্ধ অবস্থায় ফাঁকা অংশের অনুপাতের পার্থক্যের অনুপাতকে আপেক্ষিক ঘনত্ব বলে। I_d=(e_max-e)/( e_max-e_min )
323. নিচের কোনটি Dry unit weight gravity (γ_d)-এর সঠিক Equation?
γ_d=Ws/V
γ_d=γ_sat-γ_w
γ_d=Ws/Vs
γ_d =Wsat-V
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির নমুনার শুষ্ক ওজনের সাথে আয়তনের অনুপাতকে শুষ্ক একক ওজন বলে। সর্বাধিক আলগা অবস্থা কোনো মাটির γ_d-এর মান শূন্য এবং সর্বাধিক দৃঢ়াবস্থায় কোনো মাটির γ_d-এর মান 1.
324. ইকুয়িপোটেনশিয়াল রেখা কোন রেখার ওপর লম্বভাবে অবস্থান করে?
সমোচ্চতায় রেখার ওপর
হাইড্রোস্টেটিক প্রেসার রেখার ওপর
প্রবাহ রেখার ওপর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইকুয়িপোটেনশিয়াল লাইন: বিভিন্ন ছয়ানো রেখার যে সকল বিন্দুতে সমান প্রিজমেট্রিক লেভেল পাওয়া যায়, ঐ সকল বিন্দুর সংযোজিত রেখাকে ইকুয়িপোটেনশিয়াল লাইন বলা হয়।
325. e log p কার্ড থেকে মৃত্তিকার বিভিন্ন মাত্রা ৯০ ক চাপে কী জানা যায়?
পয়সনের অনুপাত
ভেদ্যতার মাত্রা
ভয়েড রেশিওর মাত্রা
কোনোটিই নয়
326. কোন ধরনের মৃত্তিকার জন্য স্পর্শকাতরতা পরীক্ষা করা হয়?
স্থুলদানার মৃত্তিকা
সূক্ষ্মদানার মৃত্তিকা
বেলে মৃত্তিকা
উপরের সবগুলো
327. Soil laboratory-তে hydrometer কী কাজে ব্যবহৃত হয়?
Shear strength বের করার কাজে
Soil-এর Water content বের করার কাজে
Grain size বের করার কাজে
Soil-এর density বের করার কাজে
ব্যাখ্যা: ব্যাখ্যা: Grain size বের করার কাজে Soil laboratory- Hydrometer ব্যবহার করা হয়।
328. কনস্ট্যান্ট হেড ভেদ্যতা পরীক্ষা কোন ধরনের মৃত্তিকার জন্য উপযোগী?
পলি মৃত্তিকা
কর্দম মৃত্তিকা
দৃঢ়াবদ্ধ মৃত্তিকা
মোটা দানার মৃত্তিকা
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি পরীক্ষা অধিক ভেদ্যতাসম্পন্ন মোটা দানার মাটির ক্ষেত্রে প্রযোজ্য।
329. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেল পার্থক্যকে বলা হয়-
পজিশন হেড
হাইড্রলিক হেড
পিজোমেট্রিক হেড
কোনোটিই নয়
330. ভয়েড রেশিও এবং প্রযুক্ত চাপ লগারিদম স্কেলে প্লট করে যে কার্ড আঁকা হয়, তার নাম-
P log e কার্ড
pc কার্ড
pe কার্ড
e log p কার্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: কম্প্রেশন টেস্ট: প্রতিবারে চাপ প্রয়োগের পর চাপের পরিমাণকে (P) লগ স্কেলে ভূমি এবং ঐ সময়ে স্পেসিমেনের ভয়েড রেশিও (e)-কে অফসেট ধরে যে কার্ড আঁকা হয়, তাকে e logP বলে।
331. কটি Soil-এর Water content তার Shrinkage limit-এর চেয়ে কম। Soil-টি কোন State-এ থাকবে?
Semi-solid state
Plastic state
Solid state
Liquid state
332. স্থাপনার সেটেলমেন্ট নিরূপণের জন্য মাটির কোন ধর্ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? [ΒΕΡΖΑ-23]
Permeability
Density
Shear strength
Consolidation
ব্যাখ্যা: ব্যাখ্যা: Consolidation সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকার স্থির নিশ্চল চাপাবলের ফলে সংনমনকেই মৃত্তিকার Consolidation বলা হয়।
333. নিচের কোন মৃত্তিকার ভেদ্যতার মাত্রা অধিক?
গ্র্যাভেল জাতীয় মৃত্তিকা
বেলে মৃত্তিকা
কর্দম মৃত্তিকা
পলি মৃত্তিকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত হওয়ার ধর্মকে ভেদ্যতা (Permeablity) বলে। গ্রাভেল উচ্চ ভেদ্যগুণসম্পন্ন মাটি।
334. কোনো বিন্দুতে স্থাপিত পিজোমেট্রিক টিউবের পানিতলকে বলা হয় ঐ বিন্দুর-
পিজোমেট্রিক লেভেল
হাইড্রলিক লেভেল
হাইড্রলিক হেড
পিজোমেট্রিক হেড
335. অধিকাংশ মৃত্তিকার ক্ষেত্রে টাফনেস ইনডেক্সের মান কত এর মধ্যে হয়?
০ থেকে ৩.০০-এর মধ্যে
০ থেকে ২.০০-এর মধ্যে
০ থেকে ১.০০-এর মধ্যে
০ থেকে ৫.০০-এর মধ্যে
336. কোন Soil-টির Permeability সবচেয়ে বেশি?
Sand
Silt
Clay
Gravel
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত হওয়ার ধর্মকে ভেদ্যতা (Permeablity) বলে। গ্রাভেল উচ্চে ভেদ্যগুণসম্পন্ন মাটি।
337. মাটির স্পেসিফিক গ্রাভিটি কোন যন্ত্র দিয়ে মাপা হয়? [ΒΕΡΖΑ-23]
Hydrometer
Sieve
Pycnometer
Triaxial
ব্যাখ্যা: ব্যাখ্যা: Soil-এ Specific gravity pycnometer দিয়ে বের করা হয়।
338. কণার আকার বড় হলে স্টোকের সূত্রে তলানি বেগ হবে-
কম
বেশি
সমান
কোনো পরিবর্তন হবে না
339. যে-পরিমাণ পানির মাত্রায় মৃত্তিকার প্লাস্টিক আচরণের সমাপ্তি ঘটে, ঐ পানির মাত্রাকে বলা হয়-
তারল্য সীমা
নম্যতা সীমা
সংকোচন সীমা
এটারবার্গ সীমা
340. নিচের কোন তরল পদার্থ মৃত্তিকার নম্যতা সৃষ্টি করে?
পানি
প্যারাফিন
ডিজেল
কেরোসিন