জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
321. নিচের কোন মৃত্তিকার ভেদ্যতার মাত্রা অধিক?
গ্র্যাভেল জাতীয় মৃত্তিকা
বেলে মৃত্তিকা
কর্দম মৃত্তিকা
পলি মৃত্তিকা
322. কোন ধরনের মৃত্তিকার জন্য স্পর্শকাতরতা পরীক্ষা করা হয়?
স্থুলদানার মৃত্তিকা
সূক্ষ্মদানার মৃত্তিকা
বেলে মৃত্তিকা
উপরের সবগুলো
323. নিচের কোন equation-টি Density Index-এর?
I_d = (e-e_min)/( e_max-e_min)
I_d=(e_max-e)/( e_max-e_min )
I_d =( e_max-e_min)/ /( e-e_min)
I_d =( e_max-e_min)/ /( e_max-e)
324. কণার আকার বড় হলে স্টোকের সূত্রে তলানি বেগ হবে-
কম
বেশি
সমান
কোনো পরিবর্তন হবে না
325. কটি Soil-এর Water content তার Shrinkage limit-এর চেয়ে কম। Soil-টি কোন State-এ থাকবে?
Semi-solid state
Plastic state
Solid state
Liquid state
326. কোনো বিন্দুতে স্থাপিত পিজোমেট্রিক টিউবের পানিতলকে বলা হয় ঐ বিন্দুর-
পিজোমেট্রিক লেভেল
হাইড্রলিক লেভেল
হাইড্রলিক হেড
পিজোমেট্রিক হেড
327. যে-পরিমাণ পানির মাত্রায় মৃত্তিকার প্লাস্টিক আচরণের সমাপ্তি ঘটে, ঐ পানির মাত্রাকে বলা হয়-
তারল্য সীমা
নম্যতা সীমা
সংকোচন সীমা
এটারবার্গ সীমা
328. নিচের কোন তরল পদার্থ মৃত্তিকার নম্যতা সৃষ্টি করে?
পানি
প্যারাফিন
ডিজেল
কেরোসিন
329. অধিকাংশ মৃত্তিকার ক্ষেত্রে টাফনেস ইনডেক্সের মান কত এর মধ্যে হয়?
০ থেকে ৩.০০-এর মধ্যে
০ থেকে ২.০০-এর মধ্যে
০ থেকে ১.০০-এর মধ্যে
০ থেকে ৫.০০-এর মধ্যে
330. একটি Hydrometer সাধারণত কোন Temperature-এ Calibrate করা থাকে?
২৭°সে.
৩০°সে.
০°সে.
৫০°সে.
331. e log p কার্ড থেকে মৃত্তিকার বিভিন্ন মাত্রা ৯০ ক চাপে কী জানা যায়?
পয়সনের অনুপাত
ভেদ্যতার মাত্রা
ভয়েড রেশিওর মাত্রা
কোনোটিই নয়
332. ইকুয়িপোটেনশিয়াল রেখা কোন রেখার ওপর লম্বভাবে অবস্থান করে?
সমোচ্চতায় রেখার ওপর
হাইড্রোস্টেটিক প্রেসার রেখার ওপর
প্রবাহ রেখার ওপর
কোনোটিই নয়
333. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেল পার্থক্যকে বলা হয়-
পজিশন হেড
হাইড্রলিক হেড
পিজোমেট্রিক হেড
কোনোটিই নয়
334. মাটির স্পেসিফিক গ্রাভিটি কোন যন্ত্র দিয়ে মাপা হয়? [ΒΕΡΖΑ-23]
Hydrometer
Sieve
Pycnometer
Triaxial
335. ভয়েড রেশিও এবং প্রযুক্ত চাপ লগারিদম স্কেলে প্লট করে যে কার্ড আঁকা হয়, তার নাম-
P log e কার্ড
pc কার্ড
pe কার্ড
e log p কার্ড
336. কোন Soil-টির Permeability সবচেয়ে বেশি?
Sand
Silt
Clay
Gravel
337. নিচের কোনটি Dry unit weight gravity (γ_d)-এর সঠিক Equation?
γ_d=Ws/V
γ_d=γ_sat-γ_w
γ_d=Ws/Vs
γ_d =Wsat-V
338. Soil laboratory-তে hydrometer কী কাজে ব্যবহৃত হয়?
Shear strength বের করার কাজে
Soil-এর Water content বের করার কাজে
Grain size বের করার কাজে
Soil-এর density বের করার কাজে
339. কনস্ট্যান্ট হেড ভেদ্যতা পরীক্ষা কোন ধরনের মৃত্তিকার জন্য উপযোগী?
পলি মৃত্তিকা
কর্দম মৃত্তিকা
দৃঢ়াবদ্ধ মৃত্তিকা
মোটা দানার মৃত্তিকা
340. স্থাপনার সেটেলমেন্ট নিরূপণের জন্য মাটির কোন ধর্ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? [ΒΕΡΖΑ-23]
Permeability
Density
Shear strength
Consolidation