Image
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
341. গ্রুপ ইনডেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য-
উপযুক্ত হবে
তত অনুপযোগী হবে
দৃঢ়বন্ধ হবে
কোনোটিই নয়
342. Liquid limit থেকে Plastic limit-এর বিয়োগফলকে বলে-[PWD-2000]
Flow index
Liquidity index
Shrinkage index
Plasticity index
344. পানির মাধ্যমে মৃত্তিকা স্থানান্তরিতকে বলা হয়-
বালিয়াড়ি
পাললিক মৃত্তিকা
উপবেশন মৃত্তিকা
ক্লিফট
345. বালি, পলি ও কাদামিশ্রিত পলি বায়ুবাহিত হয়ে স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয়-
মেরিন মৃত্তিকা
ড্রিফট
পাললিক মৃত্তিকা
বালিয়াড়ি
346. একখণ্ড মাটির Void-এর Volume ও তার Total Volume-এর অনুপাতকে বলা হয়-
Void ratio
Porosity
Water Content
Degree of Saturation
347. নিচের কোনটি সূক্ষ্মদানার মৃত্তিকা?
CL
GW
SP
Sw
348. গ্রুপ ইনডেক্স-এর মান নিকটবর্তী কোন সংখ্যায় প্রকাশ করা হয়?
মূলদ সংখ্যা
পূর্ণসংখ্যা
বিজোড় সংখ্যা
বর্ণসংখ্যা
349. নিচের কোন Relationship-টি সঠিক? (PWD-2000)
n=(1+e)/e
n= e/(1+e)
e=n/(1+n)
e=(1+n)/n
350. Clay-এর Maximum grain size কত?
০.০০২ মিমি
০.২ মিমি
০.০০০ মিমি
০.০২ মিমি
351. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো- [PWD-2000]
১.২
২.০
১.৫
২.৭
352. নিচের কোনটি পরোসিটি (n)-এর মান?
Vw/V
Vv/V
Vs/V
Vv/Vs
353. Volume of voids এবং Volume of Solids-এর ratio-কে কী বলা হয়?
ভয়েড রেশিও (c)
পরোসিটি (N)
একক ওজন (r)
কোনোটিই নয়
354. সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার কয়টি উপাদান থাকে?
৫টি
২টি
৩টি
৪টি
355. নিচের কোনটি স্থুলদানার মৃত্তিকা?
GM
OL
M
ML
356. Column's law অনুযায়ী মাটির Shearing strength হলো- [PWD-2000]
c-ptan∅
c-ctan∅
c+p tan∅
p-ctan∅
357. Silt-এর Maximum grain সাইজ কত?
০.০৬ মিমি
০.২ মিমি
০.০০০২ মিমি
১ মিমি
358. আলগা মৃত্তিকায় ভয়েড -এর মান দৃঢ় মৃত্তিকার ভয়েড e-এর মান অপেক্ষা-
কম
অধিক
সমান
শূন্য
360. গ্রুপ ইনডেক্স-এর মান ঋণাত্মক হলে কী লিখতে হয়?
সেই সংখ্যাই
পূর্ণসংখ্যা
জোড়বোধক সংখ্যা
শূন্য