MCQ
161. জ্বালানির উপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্টকে ভাগ করা হয়-
3 ভাগে
5 ভাগে
4 ভাগে
6 ভাগে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: জ্বালানির উপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্টকে ৬ ভাগে ভাগ করা যায়। যথা- (i) বাষ্প বিদ্যুৎ কেন্দ্র, (ii) ডিজেল বিদ্যুৎ কেন্দ্র, (iii) গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র (iv) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, (v) পানি বিদ্যুৎ কেন্দ্র এবং (vi) সৌর বিদ্যুৎ কেন্দ্র।
162. বাংলাদেশের বড় পুকুরিয়াতে আনুমানিক মজুদ কয়লার পরিমাণ-
390 মিলিয়ন মেট্রিক টন
100 বিলিয়ন টন
100 ট্রিলিয়ন টন
100 কিলোটন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: বড়পুকুরিয়া, দিনাজপুর ৩৯০ মিলিয়ন মেট্রিক টন। খালাসপীর, রংপুর ৬৮৫ মিলিয়ন মেট্রিক টন জামালগঞ্জ, জয়পুরহাট ৫৪৫০ মিলিয়ন মেট্রিক টন ফুলবাড়ি, দিনাজপুর ৫৭২ মিলিয়ন মেট্রিক টন দিঘীপাড়া, দিনাজপুর ৮৬৫ মিলিয়ন মেট্রিক টন মোট = ৭৯৬২ মিলিয়ন মেট্রিক টন
163. কয়লার তাপীয় মান প্রতি কেজিতে-
3600 কিলোক্যালরি
7800 কিলোক্যালরি
3500 কিলোক্যালরি
100 কিলোক্যালরি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: পিট কয়লার তাপীয় মান-3500 কিলোক্যালরি/কেজি।
164. প্রডিউসার গ্যাসে বেশি থাকে-
কার্বন মনোক্সাইড
হাইড্রোজেন
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাথুরিয়া কয়লা, কোক ইত্যাদি অসমাপ্ত দহন উত্তরমালা প্রক্রিয়ার সময় বাতাস প্রবাহিত করে প্রডিউসার গ্যাস ১০০ খ ১০১ ক তৈরি করা হয়। এতে উপাদান আছে- কার্বন-মনো- অক্সাইড 23%, নাইট্রোজেন-62%, কার্বন ডাই- অক্সাইড 5%, হাইড্রোজেন 6%, মিথেন ৪%। এর তাপীয় মান 1200 কিলোক্যালরি/ঘনমিটার।
165. ওয়াটার গ্যাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ-
40.5%
40.7%
40.2%
40.8%
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: ওয়াটার গ্যাস লাল গরম কোকের বেডের মধ্যে বাষ্প প্রবাহের মাধ্যমে পাওয়া যায়। এর উপাদানগুলো হলো- কার্বন মনোঅক্সাইড ৪০.২%, হাইড্রোজেন ৫০%, কার্বন ডাই-অক্সাইড ৫.১%, মিথেন ৭%, নাইট্রোজেন ৪% এর তাপীয় মান ৩০০ কিলোক্যালরি/ঘনফুট।
166. রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা-
110 মেগাওয়াট
230 মেগাওয়াট
210 মেগাওয়াট
420 মেগাওয়াট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা : 1993 সালে চট্টগ্রামের রাউজানে 210MW ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। এই ইউনিটের পাশাপাশি 1997 সালে আরো একটি প্ল্যান্ট 210MW ইউনিট উৎপাদনে সক্ষম হয়। বিদ্যুৎ কেন্দ্রটির সর্বমোট উৎপাদন ক্ষমতা 420MW।
167. প্রাকৃতিক জ্বালানি পাওয়া যায়-
3 ভাবে
5 ভাবে
4 ভাবে
2 ভাবে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রাকৃতিক জ্বালানি তিনভাবে পাওয়া যায়। যথা- (1) কঠিন জ্বালানি, যেমন- কাঠ, কয়লা (ii) তরল জ্বালানি, যেমন- পেট্রোল, ডিজেল (iii) বায়বীয় জ্বালানি, যেমন- প্রাকৃতিক গ্যাস, ইথেন।
168. হঠাৎ বিদ্যুৎশক্তি চলে যাওয়াকে বলা হয়-
ব্ল্যাক আউট
নয়েজ
ব্রাউন আউট
করোশন
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার জেনারেশন এবং পাওয়ার কনজাম্পশনেরমধ্যে যখন হঠাৎ পাওয়ার গ্রিড শাটডাউন হয়ে যায়, তখন একে Blackout বলে।
169. প্রাকৃতিক গ্যাসের তাপীয় মান-
525 কিলোক্যালরি/কেজি
625 কিলোক্যালরি/কেজি
725 কিলোক্যালরি/কেজি
825 কিলোক্যালরি/কেজি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রাকৃতিক গ্যাসের তাপীয় মান 525 কিলোক্যালরি কিউবিক মিটার।
170. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ গ্রিড লাইনের মাধ্যমে অন্যত্র সরবরাহ করা হয়-
২২০ ভোল্টেজে
১১ কিলোভোল্টেজে
৪১৫ ভোল্টেজে
আরো উচ্চ ভোল্টেজে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে 230 MW বিদ্যুৎ উৎপন্ন হয়, যা গ্রিড লাইনের মাধ্যমে সরবরাহ করা হয়।
171. স্থানের উপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্টকে ভাগ করা হয়-
দুই ভাগে
চার ভাগে
তিন ভাগে
পাঁচ ভাগে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্থানের উপর ভিত্তি করে পাওয়ার প্লান্টকে ২ ভাগে ভাগ করা যায়। যথা- কেন্দ্রীয় পাওয়ার প্ল্যান্ট, পৃথকীকৃত পাওয়ার প্ল্যান্ট।
172. বর্তমানে পৃথিবীতে সঞ্চিত প্রাকৃতিক ইউরেনিয়ামের পরিমাণ-
2,70,00,000 টন প্রায়
2,80,00,000 টন প্রায়
5,40,4.000 টন প্রায়
2,90,00,000 টন প্রায়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: এক কেজি নির্গত শক্তির পরিমাণ 25 x 10 kWh. বর্তমানে পৃথিবীতে প্রায়, 5,40,4000 টন ইউরেনিয়াম মজুত আছে।
173. চট্টগ্রামের রাউজানে তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে-
1991 সালে
1993 সালে
1992 সালে
1994 সালে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: চট্টগ্রামের রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রটি 31 জুলাই 1993 সালে স্থাপিত হয়।
174. কোনো বস্তুকে টানা বল (tension force) দিয়ে ভাঙা হলে সেই বস্তুর শূন্য লোড থেকে ব্রেকিং লোড পর্যন্ত স্ট্রেস, স্ট্রেইন কার্ডের অন্তর্গত এরিয়াকে কী বলা হয়?
মডুলাস অব ইলাস্টিসিটি
মডুলাস অব টাফনেস
মডুলাস অব রিজিডিটি
উপরের কোনোটিই নয়
175. ডিজেলের তাপীয় মান প্রতি কেজিতে-
11000 কিলোক্যালরি
13000 কিলোক্যালরি
15000 কিলোক্যালরি
18000 কিলোক্যালরি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিজেলের তাপীয় মান 11000 কিলোক্যালরি/কেজি। কেরোসিনের তাপীয় মান।।100 কিলোক্যালরি/কেজি।
176. প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেনের শতকরা পরিমাণ-
8০% ভাগ
85% ভাগ
82% ভাগ
83% ভাগ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলোর পরিমাণ- মিখেন- 85%, ইথেন-10%, হাইড্রোকার্বন-5%/
177. নিউক্লিয়ার রিয়্যাক্টের ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় যাতে-
অতি দ্রুত শক্তি উৎপাদন করা হয়
বেশি সংখ্যক পরমাণু ভাঙে
বিক্রিয়ার তাপমাত্রা শোষিত হয়
অধিকাংশ নিউট্রন শোষিত হয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: থার্মাল নিউট্রন অ্যাবজর্ব করার জন্য নিউক্লিয়ার রিয়্যাক্টরে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয়।
178. কোল গ্যাসে হাইড্রোজেনের পরিমাণ-
শতকরা 40 ভাগ
শতকরা 45 ভাগ
শতকরা 47 ভাগ
শতকরা 42 ভাগ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো গ্যাসে প্রাপ্ত উপাদান ও শতকরা পরিমাণ হলো: মিথেন-35%, হাইড্রোজেন-45%, কার্বন মনোক্সাইড ৪%, নাইট্রোজেন-6%, কার্বন ডাই-অক্সাইড-১%, অন্যান্য হাইড্রোকার্বন 1%
179. এক কিলোগ্রাম ইউরেনিয়াম-235 হতে যে তাপ নির্গত হয় সেটার তাপীয় মান-
4500 টন কয়লার সমান
2200 টন কয়লার সমান
1100 টন কয়লার সমান
1500 টন কয়লার সমান
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা:। Kg U-235 হতে মোটামুটিভাবে 4500 টন উন্নতমানের কয়লা অথবা 1700 টন তেলের খরচের উৎপাদিত শক্তির সমতুল্য।
180. N rpm গতিতে ঘূর্ণায়মান, D ব্যাসবিশিষ্ট একটি পুলিতে তার দিয়ে সংযুক্ত বস্তুর প্রতি সেকেন্ডে রৈখিক বেগ কত হবে?
πND/60
πND/60
2πND/180
2πND/180