মুক্তিযুদ্ধ MCQ
321. অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা?
১৯৯০
১৯৬৯
১৯৭১
১৯৭৫
322. কবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
১০ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭১
323. কোন তারিখে জেনারেল ইয়াহিয়া বঙ্গবন্ধুকে দেশদ্রোহী আখ্যায়িত করেন?
১৬ ডিসেম্বর, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
324. কবে ও কখন হানাদার পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে?
২৫ মার্চ, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
325. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী ছিল --
রাও ফরমান আলী
ইস্কান্দার মির্জা
জেনারেল নিয়াজী
ইয়াহিয়া খান
326. শুধু একটি নম্বর '৩২' উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বুঝায়। বাড়িটি কী?
গণভবন
আহসান মঞ্জিল
বঙ্গভবন
ঢাকার ধানমন্ডির তৎকালীন ৩২ নং সড়কের বঙ্গবন্ধুর বাসভবন
327. বাঙালিদের কাছে ১০ এপ্রিল তাৎপর্যপূর্ণ কেন?
স্বাধীনতা দিবস
বিজয় দিবস ন
ভাষা দিবস
মুজিবনগর সরকার গঠ
328. কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালিদের উপর হামলা শুরু করেছিল?
অপারেশন ক্রু স্থায়
অপারেশন ক্লিনহার্ট
অপারেশন সার্চলাইট
অপারেশন হান্ট
329. ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল –
বৃহস্পতিবার
শুক্রবার
শনিবার
রবিবার
330. কোন দিবসকে বাংলাদেশ সরকার 'গণহত্যা দিবস হিসাবে অনুমোদন করেছো?
২৫ মার্চ
২১ ফেব্রুয়ারি
২৬ মার্চ
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে
331. 'পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?
ভারত সেনাবাহিনী
পাক-ভারত বাহিনী
পাকিস্তান সেনাবাহিনী
পাকিস্তান বিমানবাহিনী
332. কবে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়?
১৬ ডিসেম্বর, ১৯৭১
১০ এপ্রিল, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
333. বাংলাদেশের প্রথম সরকার কোথায় পাঠিত হয়?
মুজিবনগর, মেহেরপুর
কলকাতা, ভারত
কালুরঘাট, চট্টগ্রাম
আগরতলা, ভারত
334. বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয় ?
মুজিবনগর, মেহেরপুর
কলকাতা, ভারত
কালুরঘাট, চট্টগ্রাম
আগরতলা, ভারত
335. কবে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়?
১৬ ডিসেম্বর, ১৯৭১
১০ এপ্রিল, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
336. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন-
পুলিশ
ইস্টবেঙ্গল রেজিমেন্ট
ই.পি.আর
আনসার ভি.ডি.পি.
337. 'অপারেশন সার্চলাইট' কোন দেশের জনগণের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল?
ইরাক
বসনিয়া
আফগানিস্তান
বাংলাদেশ
338. কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলা শুরু করেছিল?
অপারেশন ক্রু স্থায়
অপারেশন ক্লিনহার্ট
অপারেশন সার্চলাইট
অপারেশন হান্ট
339. ১৯৭১ সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন -
জেনারেল ইয়াহিয়া খান
জেনারেল টিক্কা খান
জেনারেল জিয়াউর রহমান
জেনারেল রাও ফরমান আলী
340. অপারেশন সার্চলাইট যে সালে সংগঠিত হয়?
১৯৯০
১৯৬৯
১৯৭১
১৯৭৫