MCQ
1. কারাগারের রোজনামচা' গ্রন্থের লেখক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জাহানামা ইমাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ 'কারগারের রোজনামচা'। এটি বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭। গ্রন্থটিতে ১৯৬৬-১৯৬৮ সালের কারাস্মৃতি স্থান পেয়েছে।
2. মিনার ৬টি কলম আছে যার প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম। ৬টি কলমের মূল্য কত?
১০০ টাকা
১৮০ টাকা
১৬৭ টাকা
১৫০ টাকা
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: যেহেতু ৬টি কলমের প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম সেহেতু ৬টি কলমের মূল্য অবশ্যই ১৫০ টাকার বেশি এবং ১৮০ টাকার কম। ৬ টি কলমের মূল্য ১৬৭ টাকা।
3. ৬০ এর ১৫০% কত?
১২০
৪৫
১৫
৯০
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: ৬০ এর ১৫০%=৬০ এর ১৫০/১০০=৯০
4. 'অলীক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
কল্পনা
অলৌকিক
লৌকিক
বাস্তব
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: অলীক শব্দের অর্থ অসত্য, ললাট।
5. Choose the right word to complete the sentence. 'the engineer insists on.................... good materials'.
use
using
to use
the use
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য:insist on+very+ing বসে আর insist on অর্থ কোন কিছুর জোর দেয়া। শূন্যস্থানে using বসিয়ে বাক্যটির বাংলা হল- ইঞ্জিনিয়ারটি ভালো উপাদান ব্যবহারের উপর জোর দেয়।
6. 'For good' means-
for betterment
permanentize
for the time being
in future
Civil Department
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: 'For good' phrase টির বাংলা চিরতরে: চিরদিনের জন্য; একেবারে যা permanentize (স্থায়ীভাবে) দ্বারা প্রকাশ পায়।
7. অরিণ ও ওয়াফি এর বর্তমান বয়সের সমষ্টি ১৬ বছর। ৪ বছর পরে অরিণের বয়স ওয়াফির বয়সের তিনগুণ হলে অরিণের বর্তমান বয়স কত?
৮ বছর
১০ বছর
১২ বছর
১৪ বছর
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: ধরি, অরিণের"বর্তমান বয়স X বছর
ওয়াফির="(16-x)"
x+4=3 (20-x)
বা x+4=60-3x
বা x+3x=60-4]
বা x=56/4
x=14
8. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কোন স্থানে 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করেন?
আসানসোল
কলকাতা
মুর্শিবাদ
শান্তি নিকেতন
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে ২০১৮ ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করেন। এ ভবনের প্রবেশদ্বারের দুই প্রান্তে স্থাপন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি।
9. ১৯৭১ সালের কোন তারিখে বাংলাদেশে স্বাধীন হয়?
৭ মার্চ
২৬ মার্চ
১১ সেপ্টেম্বর
১৬ ডিসেম্বর
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় ১৯৭১ সালের ২৬ মার্চ।
10. Who has written the play Julius Caesar?
William Wordsworth
Ben Johnson
G.B. Shaw
William Shakespeare
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: 'Julius Caesar' নাটকটি William Shakespeare এর লেখা যা প্রকাশিত হয় ১৫৯৯ সালে। এছাড়া তার উল্লেখযোগ্য নাটক হল Romeo and Julier, Hamlet, King Lear, Macbeth ইত্যাদি।
11. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
আলোক
বেতার তরঙ্গ
শব্দ তরঙ্গ
রঞ্জন রশ্মি
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর অপর নাম এক্স-রে (x-ray)। রঞ্জনরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য (সাধারণত ১০-০.০১ ন্যানোমিটার) সাধারণ আলোর চেয়ে অনেক কম বলে দর্শন অনুভূতি সৃষ্টি করতে পারে না। ১৮৯৫ সালে নভেম্বর মাসের আট তারিখে উইলিয়াম রন্টগেন এই রশ্মি আবিষ্কার করেন। তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। চিকিৎসাক্ষেত্রে রোগনির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি।
12. মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' কী ধরনের রচনা?
গীতিকাব্য
নাট্যকাব্য
পত্রকাব্য
মহাকাব্য
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য 'মেঘনাদ বধ কাব্য' (১৮৬১)। রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত এ মহাকাব্যের সর্গ সংখ্যা ৯ টি যেখানে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত রয়েছে। তার রচিত বীরাঙ্গনা কাব্য বাংলা সাহিত্যের প্রথমপত্রকাব্য।
13. ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা হতে কত ভাবে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে ১ জন পুরুষ ও ১ মহিলা থাকবে?
৩
৫
৬
৯
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: C₁x³ C₁=3!/(1!2!)x3!/(1!2!)
=6/2x6/2
9 উপায়ে।
14. অরিণ ও ওয়াফি এর বর্তমান বয়সের সমষ্টি ১৬ বছর। ৪ বছর পরে অরিণের বয়স ওয়াফির বয়সের তিনগুণ হলে অরিণের বর্তমান বয়স কত?
৮ বছর
১০ বছর
১২ বছর
১৪ বছর
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: ধরি, অরিণের বর্তমান বয়স x বছর
ওয়াফির "(16-x)"
x+4=3 (20-x)
বা x+4=60-3x
বা x+3x=60-4
বা x=56/4
x=14
15. রক্তে রক্ত কণিকার পরিমাণ কত?
৪৫%
৫০%
৫৫%
৬০%
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: রক্তে রক্ত কণিকার পরিমাণ ৪৫%। বাকী ৫৫% রক্তরস একজন পূর্ণবয়ষ্ক মানুষের দেহে রক্তের পরিমাণ ৫-৬ লিটার যা মোট ওজনের ৮%।
16. বাংলা সাহিত্যের কোন কবি দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা?
সত্যেন্দ্রনাথ দত্ত
দ্বিজেন্দ্র লাল রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে ও ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তার 'আমার সোনার বাংলা' কবিতার প্রথম দশ চরণ আমাদের জাতীয় সংগীত,যা ১৯৭১ সালের৩ মার্চ ঘোষণা করা হয়। এটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়
17. দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৫১ হলে সংখ্যা দুইটি কত?
৫৪,৫৫
৪৬,৪৭
৬৭,৬৮
৭৫,৭৬
Civil Department
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: ক্রমিক সংখ্যা দুইটির বড় সংখ্যা (১৫১+১)/২ =৭৫
ছোট =(১৫১-১)/২
=১৫২/২=৭৬
18. শেখ হাসিনা ধরলা সেতু' কোন কোন জেলার সেতুবন্ধন করেছে?
মুন্সিগঞ্জ- মানিকগঞ্জ
টাঙ্গাইল-সিরাজগঞ্জ
কুড়িগ্রাম- লালমনিরহাট
রাঙ্গামাটি বন্দরবান
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য:দেশের উত্তরাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু 'শেখ হাসিনা ধরলা সেতু'। এটি কুড়িগ্রাম লারমনিরহাট জেলার মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। এটি নির্মাণে ব্যয় হয় ১৩১ কোটি ৫৮ লাখ।
19. কবি কায়কোবাদের মহাকাব্য কোনটি?
শিবমন্দির
মহাশ্মশান
বিরহ বিলাপ
অশ্রুমালা
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য:বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য" মহাশশ্মশান" খ্যাত মহাকবি কায়কোবাদ, প্রকৃত নাম কাজেম আল কোরেশী। তিনি জন্মগ্রহন করেন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে ১৮৫৭ সালে। তার পিতা শাহামত উলনঢাহ আল কোরেশী ছিলেন ঢাকা জজ কোটের উকিল। মহাকবি কায়কোবাদ মূলত ছিলেন কবি। ১৮৬০ সালে, মাত্র ১৩ বছর বয়সে আমাদের মহাকবি রচনা করেছিলেন তার প্রথম মহাকাব্য "বিরহ বিলাপ"।
20. 'পদ্মানদীর মাঝি' কার উপন্যাস?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
বুদ্ধদের বসু
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: আধুনিক বাংলা উপন্যাসের বিশাল আঙ্গিনায় নদীজীবী মানুষসের নিয়ে রচিত প্রথম উপন্যাস পদ্মা নদীর মাঝি। ১৯৩৬ সালে এটি প্রকাশিত হয়। মানিক বন্দ্যোপাধ্যয়ের গ্রন্থসমূহের মধ্যে এটিই সর্বাধিক অনূদিত গ্রন্থ। উপন্যাসটিতে লেখক জেলে-জীবন ও জল- জীবন অঙ্কনে এবং চরিত্রচিত্রণে অপূর্ব মুন্সিয়ানার পরিচয় রেখেছেন।