21. বোল্ট এবং নাটের মধ্যে গঠিত জোড়া হলো-  
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: ব্যাখ্যা: স্লাইডিং জোড়া (Sliding joint):
(i) আইসি ইঞ্জিনের পিস্টন ও সিলিন্ডার।
(ii) টেইল স্টক এবং সেদ বেড।
(ii) একটি আনাতকার গর্তে আয়তকার বার।
(iv) স্কয়ার গর্তে  স্কয়ার বার।
টার্নি জোড়া (Turning joint)
(i) সাইকেলের চাকা অ্যাজেল-এক চমাপাশে ঘুরানো।
(ii) একটি ডাইনি ইঞ্জিনের অ্যাজশ্যাফট বিয়ারিং-এর ঘুরানো।
(iii) একটি বৃত্তাকার গর্তে দুর্ণায়মান কলারসহ শ্যাফটা।
রোলিং জোড়া (Rolling joint) 
(i) বল এবং রোলার বিয়ানি।
(ii) একটি সমতল পৃষ্ঠের উপরে চাকা ঘূর্ণায়মান। दाता
(iii) সমতল পৃষ্ঠে মার্বেল ঘূর্ণায়মান।।
স্ক্র জোড়া (Screw joint) 
(i)লেদ এবং ন্যাট-এর লিড স্ক্র
(ii)নাট ও বোল্টের সমন্বয়।
(iii)জ্যাকের নাটসহ স্ক্র ।
স্কেরিক্যাল জোড়া (Spherical joint) 
(i) বল এবং সকেট জয়েন্ট।
(ii ) পেন স্ট্যান্ড।
(iii) যানবাহনের ছোট ছোট অ্যা্টাচমেন্টসমূহ।