MCQ
1. ফ্ল্যাট কেন্ট ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় দূরত্ব সর্বোচ্চ কর ব্যবহার করা যেতে পারে?
৫ মিটার
১৫ মিটার
১০ মিটার
২০ মিটার
2. হেলিক্যাল কয়েল স্প্রিং কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
3. যে-কোনো বিন্দুর গেজ প্রেসার হলো পরম চাপ ও বায়ুমণ্ডলীয় চাপের-
বিয়োগফল
গুণফল
ভাগফল
কোনোটিই নয়
4. স্টেপ অনুযায়ী গিয়ার কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫প্রকার
৭ প্রকার
5. কোনো স্প্রিং 140 kg বলের জন্য 7cm সংকুচিত হলে উক্ত হিং-এ স্প্রিং রেট কত?
1kg/cm
30 kg/cm
20 kg/cm
40 kg/cm
6. আকার অনুযায়ী বেল্ট কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
7. একটি বেল্ট 100 N-m টর্কের অধীনে 400 rpm-কী পরিমাণ শক্তি সঞ্চালন করে?
2.188kW
3.188kW
4.188kW
5.185LW
8. একটি স্প্রিং-এর স্প্রিং ইনডেক্স এ হলে ওয়াল ফ্যাক্টরের মান কত হবে?
1.20
1.30
1.40
1.50
9. কোনো স্কয়ার থ্রেডের পুরুত্ব 0.7 cm হলে এর পিচ কত?
1.2cm
1.3cm
1.5cm
1.4cm
10. পিচবৃত্ত থেকে রুট বৃত্ত পর্যন্ত ব্যাসার্ধ বরাবর দূরত্বকে কী বলে?
এডেন্ডাম
মডিউল
ডিডেন্ডাম
ক্লিয়ারেন্স
11. স্প্রিং-এর প্রতি সেন্টিমিটার বিচ্যুতির জন্য প্রযুক্ত বলকে কী বলে?
স্প্রিং রেট
স্প্রিং ডিফ্লেকশন
স্প্রিং ইনডেক্স
স্প্রিং লেখ
12. এডেন্ডাম বৃত্ত হতে ক্লিয়ারেন্স বৃত্ত পর্যন্ত ব্যাসার্ধ বরাবর দূরত্বকে কী বলে?
পূর্ণ গভীরতা
ক্লিয়ারেন্স
কার্য গভীরতা
মডিউল
13. -- হচ্ছে এমন একটি স্থিতিস্থাপক যান্ত্রিক অংশ, যা শক্তি সঞ্চয় করে রাখে এবং স্থিতিস্থাপক বিচ্যুতির মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে বল প্রয়োগ করে।
গিয়ার
স্প্রিং
থ্রেড
কোনোটিই নয়
14. রোগ ড্রাইভ কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৭ প্রকার
15. পিচ বৃত্ত থেকে দাঁতের উপরিতল পর্যন্ত ব্যাসার্ধ বরাবর দূরত্বকে কী বলে?
এন্ডেডাম
ডিডেন্ডাম
মডিউল
ক্লিয়ারেন্স
16. সেলফ লবিং স্কু-এর দক্ষতা কত পাওয়া যায়।
50% এর চেয়ে বেশি
50% এর চেয়ে কম
100%
80%
17. পিচ ব্যাসের সাথে গিয়ারের দাঁতের সংখ্যার অনুপাতকে কী বলে?
এডেন্ডাম
ডিডেন্ডাম
মডিউল
ক্লিয়ারেন্স
18. প্রমাণ তাপমাত্রায় যে-কোনো তরলের আপেক্ষিক ওজন ও বিশুদ্ধ তরলের আপেক্ষিক ওজনের অনুপাতকে কী বলে?
তরলের ঘনত্ব
তরলের আপেক্ষিক গুরুত্ব
তরলের সংকোচনশীলতা
তরলের পৃষ্ঠটান
19. হেলিক্যাল কয়েল স্প্রিং-এর কয়েলের গড় ব্যাস ও তারের ব্যাসের অনুপাতকে কী বলা হয়?
স্প্রিং রেট
স্প্রিং ইনডেক্স
স্প্রিং ডিফ্লেকশন
স্প্রিং লেখ
20. রোগকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার