ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর MCQ
101. Karnaugh map-এর উদ্দেশ্য কী?
Decrease logic gate
Valence of input variable
Decrease input variable
কওখ
102. SOP বলতে কী বুঝায়?
Sum of Product
Serial of Product
Sequence of Product
Sample of Product
103. কারনু ম্যাপে চলকের সংখ্যা হলে খোপের সংখ্যা কত হবে?
n-1
n+1
2 n-1
2 n
104. কম্বিনেশনাল বর্তনীতে-
ফিডব্যাক সংকেত থাকে
নির্গমন সংকেতের মান গ্রহণ সংকেতের মানের সমান
কোনো ইলেকট্রনিক স্মৃতি ব্যবহার করা হয় না
শুধুমাত্র Nor Gate থাকে
105. Combinational circuit-এর আউটপুট নির্ভর করে। এর উপর।
Present input combination
Previous input
Present and previous inputs
None
106. নিম্নলিখিত মেমরি টাইপের মধ্যে একটি পরিবর্তনশীল হলো-
ম্যাগনেটিক ডিস্ক
ফেরাইট কোর
সিরামিক ম্যাটেরিয়াল
সেমিকন্ডাক্টর ROM
107. Karnaugh ম্যাপ কে আবিষ্কার করেন?
Veitch
Morris Karnaugh
Denis Ritchi
Moris Manno
108. একটি হাফ অ্যাডার নিম্নের কোনটি হতে তৈরি করা যেতে পারে?
দুটি NAND গেটস
একটি NOT গেট এবং একটি OR গেট
একটি AND গেট এবং একটি X-OR গেট
একটি AND গেট এবং একটি OR গেট
109. যদি কেউ একটি বাইনারি কাউন্টার ডিজাইন করতে চায়, তবে তার জন্য ফ্লিপ-ফ্লপের পছন্দনীয় টাইপটি হবে-
SR-টাইপ
JK-টাইপ
ল্যাচ
D-টাইপ
110. একটি মাস্টার স্লেভ ফ্লিপ-ফ্লপ এর তৈরি হয়।
সিরিজ সংযুক্ত দুটি ফ্লিপ-গ্রুপ
প্যারালালে সংযুক্ত দুটি ফ্লিপ-ফ্লপ
একটি ডিবাউন্সার সার্কিট
একটি ডি-ল্যাচ
111. একটি বাইনারি হাফ অ্যাডার-
ক্যারিতে সমষ্টির অর্ধেক যোগ করে
দুটি বাইনারি ডিজিট এবং সমষ্টির অর্ধেক যোগ করে
গতির অর্ধেকে কাজ করে
দুটি বাইনারি ডিজিট যোগ করে এবং তাদের সমষ্টি ও ক্যারি উৎপন্ন করে
112. Min term কী?
Product term
Sum term
Subtract term
Division term
113. মনোলিথিক IC-তে রেজিস্টরস হতে গঠিত হয়।
P-টাইপ সেমিকন্ডাক্টর
ম্যাঙ্গানিজ ওয়্যার
সেমিকন্ডাক্টর RAM
অ্যালুমিনিয়াম রিবন
114. নিম্নের কোন লজিক ফ্যামিলি সবার চেয়ে দ্রুততম?
ECL
TTL
RTL
DCTL
115. Max term কী?
Product term
Sum term
Subtract term
Division term
116. Carry বলতে কী বুঝায়?
Higher significant bit of the result
Lower significant bit of the result
Least significant bit of the result
খ ও গ
117. F=A+B'C-এর Sum of min term কোনটি?
ABC+ABC+ ABC' + A'B'C
ABC + AB'C
A'B'C+ABC ABC'
ABC + ABC'
118. একটি সেমিকন্ডাক্টর ROM (Read-Only-Memory) হলো-
একটি কম্বিনেশনাল লজিক সার্কিট
ফ্লিপ-ফ্লপ মেমরি এলিমেন্টের একটি সেট
ফ্লিপ-ফ্লপস এবং গেটসসহ একটি সিকুয়েনশিয়াল সার্কিট
উপরের কোনোটিই নয়
119. একটি ফুল অ্যাডার সার্কিটের উদাহরণ কোনটি?
সিকুয়েনশিয়াল সার্কিট
লজিক সার্কিট
কম্বিনেশনাল সার্কিট
উপরের সব কয়টি
120. নিচের কোনটি কম্বিনেশনাল সার্কিট?
And gate
Half adder
Or gate
Not Gate