ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর MCQ
181. Multiplexer-এর অপর নাম কী?
Data creator
Data generator
Data destructor
Data selector
182. কোনটি গণনা পদ্ধতি নয়?
ডেসিমেল
বিসিডি
হেক্সাডেসিমেল
অকট্যাল
183. নিচের কোনটি মাইক্রোপ্রসেসরের অংশ?
মেমরি
ইনপুট ডিভাইস
আউটপুট ডিভাইস
এ.এল.ইউ
184. যদি A এবং B একটি 'এক্সক্লুসিভ OR' লজিক গেট সার্কিটের ইনপুটসমূহের প্রতিনিধিত্ব করে, তবে এর আউটপুট Y নির্ণীত হবে- দ্বারা।
Y = AB + (AB) ̅
Y= (AB) ̅+ AB
Y=A+B+ AB
Y = (AB) ̅ +(AB) ̅
185. কম্পিউটারে অভ্যন্তরীণভাবে নাম্বার সংরক্ষণ ও স্থানান্তর করা হয়-
বাইনারিতে
ডেসিমেল
ASCII-তে
হেক্সাডেসিমেলে
186. নিচের কোন কাউন্টারের গতি সবচেয়ে বেশি?
রিং কাউন্টার
রিপল কাউন্টার
সিনক্রোনাস কাউন্টার
অ্যাসিনক্রোনাস কাউন্টার
187. নট গেইটের কাজ হলো-
সংকেতকে বাধা প্রদান
সংকেতকে উল্টিয়ে দেওয়া
সংকেতকে শক্তিশালী করা
সংকেতকে দুর্বল করা
188. বাইনারি নাম্বারের সর্ব বামের বিটকে কী বলে?
Least significant bit
Low significant bit
Most significant bit
Medium significant bit
189. কোন সংখ্যাটি অক্টাল নয়?
11
56
58
77
190. সিকুয়েনশিয়াল বর্তনীতে ব্যবহৃত স্মৃতি বর্তনী হলো-
RAM
রেজিস্টার
কাউন্টার
ফ্লিপ-ফ্লপ
191. Counter-এর কাজ কোনটি?
Binary bit গণনা করা
Clock pulse গণনা করা
ক ও খ
কোনোটিই নয়
192. বাইনারি 1001101-কে 1's কমপ্লিমেন্ট করলে পাওয়া যায়।
0110010
1100011
1111111
1000000
193. LSI-তে থাকে-
প্রতি চিপসে 50টির অধিক গেইট
প্রতি চিপসে 100টির অধিক গেইট
প্রতি চিপসে 100০টির অধিক গেইট
প্রতি চিপসে 1000০০টির অধিক গেইট
194. একটি থ্রি-ইনপুট লজিক গেটের তিনটি ইনপুট আছে: X = 1, Y = 0 এবং Z = 0. যদি এর আউটপুট W = 1 হয়, তবে গেটটি হবে-
কেবলমাত্র NAND গেট
কেবলমাত্র OR গেট
NAND অথবা OR গেট
AND গেট
NOR গেট
195. নিচের কোনটি Combinational logic circuit?
ইনকোডার
ফ্লিপ-ফ্লপ
কাউন্টার
রেজিস্টার
196. SSI তে থাকে-
একই ধরনের 24টি গেইট
একই ধরনের 16টি গেইট
একই ধরনের 12টি গেইট
একই ধরনের 4টি গেইট
197. MSI-তে থাকে-
প্রতি গেইটে 12 থেকে 20টি চিপস
প্রতি গেইটে 12 থেকে 100টি চিপস
প্রতি গেইটে 20 থেকে 1000টি চিপস
প্রতি গেইটে 30 থেকে 10000টি চিপস
198. Mode-10 counter-এর অপর নাম কী?
Ripple counter
Programable counter
Decode counter
কোনোটিই নয়
199. একটি রিল্যাকসেশন অসিলেটর হলো সেটি-
যার দুটি স্থায়ী অবস্থা আছে
যা অনির্দিষ্টভাবে শিথিল হয়
যা অনবরতভাবে অসিলেট করে
যা নন-সাইনুসয়ডাল আউটপুট উৎপন্ন করে
200. I/O-এর উপর ভিত্তি করে Register কত প্রকার?
দুই
তিন
চার
পাঁচ