Image
MCQ
121. পেট্রোল ইঞ্জিনে সিলিন্ডারের মধ্যে কী সরবরাহ করা হয়?
পেট্রোল ও বাতাসের মিক্সচার
অয়েল ও বাতাসের মিক্সচার
ডিজেল ও বাতাসের মিক্সচার
কোনোটিই নয়
123. পেট্রোল ইঞ্জিনের কোন অংশ গভর্নর হিসেবে কাজ করে?
থ্রটল ভালভ
ইনটেক ভালভ
এগজস্ট ভালভ
নিডেল ভালভ
124. বাতাসের রাসায়নিক অক্সিজেন ও জ্বালানির হাইড্রোজেন এবং কার্বনের রাসায়নিক ক্রিয়া ঘটে, তাকে কী বলে?
ইগনিশন
কম্বাশন
শক্তি উৎপাদন
তাপ উৎপাদন
125. তাত্ত্বিকভাবে পেট্রোল ইঞ্জিনের জন্য ব্যবহৃত সঠিক বাতাস ও জ্বালানির অনুপাত কত?
৬:১
১২:১
২৫:১
৩০:১
126. পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর সংযুক্ত থাকে কোথায়?
সিলিন্ডার ব্লকে
সিলিন্ডার হেডে
ইনটেক মেনিফোন্ডে
লাইনারে
128. কোন ইঞ্জিনে স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়?
স্টিম ইঞ্জিন
পেট্রোল ইঞ্জিন
ডিজেল ইঞ্জিন
রেলওয়ে ইঞ্জিন
129. ইগনিশন হলো জ্বালানি বা কোনো দাহ্য পদার্থে-
অগ্নিসংযোগ
অক্সিজেন সংযোগ
বাতাস সংযোগ
হাইড্রোজেন সংযোগ
130. মিস্টার অটো কোন সালে চার স্ট্রোক স্পার্ক ইগনিশন ইঞ্জিন আবিষ্কার করেন?
১৮৭৬ সালে
১৭৮৬ সালে
১৮৬৭ সালে
১৬৮৭ সালে
131. দুই স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফ্ট সম্পূর্ণ কার্য সাধন করে কত ডিগ্রিতে?
৩৬০°
৭২০°
৫২০°
৪২০°
132. ইগনিশন হলো জ্বালানি বা কোনো দাহ্য পদার্থে-
অগ্নিসংযোগ
অক্সিজেন সংযোগ
বাতাস সংযোগ
হাইড্রোজেন সংযোগ
133. পেট্রোল ইঞ্জিনে Knock কমানো যায় কীভাবে?
বাতাস ও জ্বালানির অনুপাত পরিবর্তন করে
সংনমনের অনুপাত (Compression ratio) কমিয়ে
নির্গত (Exhaust) গ্যাসের তাপমাত্রা কমিয়ে
উপরের সবগুলোই সঠিক
134. পেট্রোল ইঞ্জিনের নির্গত (Exhaust) গ্যাসে কী থাকে?
পেট্রোল ও পানির বাষ্প
কার্বন ডাই-অক্সাইড ও পানি
পানি ও কার্বন মনোক্সাইড
উপরের সবগুলোই সঠিক
135. চার স্টোক স্পার্ক ইগনিশন ইঞ্জিন আবিষ্কার করেন কে?
জেমস্ ওয়াট
মি. অটো
রুডলফ ডিজেল
ফ্রেন্সম্যান
136. হাই-স্পিডে কার্বুরেটরের কোন অংশে জ্বালানি ও এয়ারকে মিশ্রণ করা হয়?
ভেনচুরিতে
এয়ার হর্নে
থ্রটল ভালভের নিচে
চেক ভালভের নিচে
137. ভেপার লক কোন ইঞ্জিনে হয়?
ডিজেল ইঞ্জিনে
ইএফআই ইঞ্জিনে
পেট্রোল ইঞ্জিনে
বাষ্প ইঞ্জিনে
138. পেট্রোল ইঞ্জিনের কোন অংশে ডিস্ট্রিবিউটর পরিচালনার জন্য গিয়ার লাগানো থাকে?
ক্যামশ্যাফ্টে
ক্র্যাঙ্কশ্যাফটে
ফ্লাইহুইলে
ইঞ্জিন হেডে
140. চার স্ট্রোক সাইকেল ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফ্ট সম্পূর্ণ কার্য সমাধান করে থাকে কত ডিগ্রিতে?
৭২০°
৩৬০°
৫২০°
৪২০°