Image
দিরুক্ত শব্দ Questions
21. ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ-
পট পট
ঠেকাঠেকি
উড় উদ্বু
চুপচাপ
22. অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?
চুপচাপ
ঝমঝম
পটাপট
সুরে সুরে
23. কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন- বাক্যে 'রাশি রাশি' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
সামান্য
আধিক্য
গভীরতা
তীব্রতা
24. শব্দের দ্বিরুক্ত কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
25. ধ্বন্যাত্মক শব্দদ্বিত্ব কোনটি?
বাড়াবাড়ি
পটাপট
ঝিকিমিকি
পায়ে পায়ে
26. গাছটা মড় মড় করে ভেঙে পড়ল।- এখানে 'মড়মড়' কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ?
অনুভূতির কাল্পনিক
বস্তুর ধ্বনি
জীবজন্তুর ধ্বনি
মানুষের ধ্বনির
27. পাতায় পাতায় পড়ে নিশির শিশির'- এখানে 'পাতায় পাতায়' কি বোঝাতে ব্যবহৃত হয়েছে?
আধিক্য
নির্দিষ্টতা
ধারাবাহিকতা
স্বল্পতা
28. কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
দিন দিন
রোজ রোজ
হাতে হাতে
শুনশান
29. বিকারজাত শব্দযোগে দ্বিরুক্তির উদাহরণ হলো-
হাড়িপাতিল
বকাঝকা
নিভুনিভু
মাঠেঘাটে
30. হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ'- এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে?
যুগ্মরীতি
ধনাত্মক
অব্যয়ের
পদাত্মক
31. 'চিকচিক করে বালি কোথা নাহি কাদা'- বাক্যের ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদ নির্দেশ করছে?
বিশেষ্য
ক্রিয়া
ক্রিয়া-বিশেষণ
বিশেষণ
32. নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি?
টন-টন
মিট-মাট
ঝম-ঝম
লেন-দেন
33. কোনটি যুগ্মরীতির দ্বিরুক্ত?
গরম গরম
ঝমঝম
মিটির মিটির
টুপটাপ
34. আমার জ্বর জ্বর লাগছে- 'জ্বর জ্বর' শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-
দ্বিরুক্ত শব্দ
যুগ্মশব্দ
সমার্থক শব্দ
শব্দদ্বিত্ব
35. নিচের কোনটি ভাব প্রকাশক অনুকার অব্যয়?
বাপরে বাপ
হায় হায়
ঘুটঘুটে অন্ধকার
থু থু
36. ক্রিয়ার দ্বিরুক্তি যোগে গঠিত বিশেষণের দৃষ্টান্ত হলো-
ডেকে ডেকে
যায় যায়
বারে বারে
দেখতে দেখতে
37. 'মেঘে মেঘে' শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয়?
ব্যাপ্তি
বহুত্ব
প্রকর্ষ
ঈষদ স্বল্পতা
38. কোনটি অব্যয়সূচক শব্দের দ্বিরুক্তি?
আর (হায় হায়) করে লাভ কী?
(উড় উড়) ভাব
(দেখতে দেখতে) সে চলে গেল
(কবি কবি) ভাব
39. ধ্বনিবাচক দ্বিরুক্তি শব্দ কোনটি?
দরদর
কুট কুট
মড়মড়
নর নর
40. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- বাক্যে কী বুঝানো হয়েছে?
ভাবের গভীরতা
পৌনঃপুনিকতা
অনুভূতি বা ভাব
ধ্বনিব্যঞ্জনা