Image
ধাতু MCQ
1. নিচের কোন শব্দটি প্রাতিপদিক?
লাঙল
লেখা
দম্পতি
সাধিত
2. বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে-
মৌলিক ধাতু
নাম ধাতু
সংযোগমূলক ধাতু
প্রযোজক ধাতু
3. 'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কি হারাবে?
যোগ্যতা
বাহুল্য দোষ
উদ্দেশ্য
আকাঙ্ক্ষা
4. প্রাতিপদিকের সঙ্গে কোন শব্দের সম্পর্ক বিদ্যমান?
ক্রিয়াবাচক শব্দ
নামবাচক শব্দ
বিশেষণবাচক শব্দ
সর্বনামবাচক শব্দ
5. কোনটি নামধাতুর উদাহরণ?
চল্
কর্
বেতা
পড়্
6. কোনটি সাধিত ধাতু?
পড়
রাখা
কাটা
পড়া
7. 'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু দ্বারা গঠিত?
বিদেশী
খাঁটি বাংলা
সংস্কৃত
দেশি
8. শব্দের মূলকে কী বলে?
প্রকৃতি
মৌলিক শব্দ
ধাতু
সংজ্ঞা
9. নিচের কোনটি বাংলা 'ধাতু'র দৃষ্টান্ত?
কহ
বুধ
কথ
গঠ
10. ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
ধাতু
অনুসর্গ
উপসর্গ
প্রত্যয়
11. ধাতুর অপর নাম কী?
প্রকৃতি
ক্রিয়া প্রকৃতি
নাম প্রকৃতি
শব্দ প্রকৃতি
12. গুণ ও বৃদ্ধি বলা হয়-
কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
নাম-প্রকৃতির পরিবর্তনকে
প্রাতিপদিকের পরিবর্তনকে
13. কোনটি নাম ধাতু?
নাচা
পড়া
হাতা
করা
14. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
উপপদ
প্রাতিপদিক
প্রপদ
পূর্বপদ
15. যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে কী বলে?
সন্ধি
প্রত্যয়
প্রকৃতি
সমাস
16. মৌলিক ধাতুর অপর নাম কি?
নাম ধাতু
সাধিত ধাতু
প্রযোজক ধাতু
সিদ্ধ ধাতু
17. কোনটি নাম ধাতু?
খা
ঘুমা
কর
ছাড়
18. কোনটি নামধাতুর উদাহরণ?
চল্
বেতা
কর
পড়
19. 'যাচঞা' এর ধাতু অংশ হলো-
√যাচ্
√যা
√যাঞ
√যাচা
20. 'ষ্ণ' প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়?
ইং
বৃদ্ধি
গম
আগম