Image
ধ্বনি ও বর্ণ Questions
21. শব্দ কি দিয়ে তৈরি হয়?
বস্তু
ধ্বনি
ভাব
বরণ
22. বাংলা ব্যাঞ্জনবর্ণে 'শ, য. স্, হ্'- এ চারটিকে উদ্ষ্ম বর্ণ বলে। 'উম্ম' শব্দের অর্থ কি?
শিস
স্পর্শ
শ্বাস
অন্তঃস্থ
23. বাংলা বর্ণমালায় কয়টি ফলা?
সাতটি
পাঁচটি
ছয়টি
নয়টি
24. নিচের কোনটি 'মহাপ্রাণ' ধ্বনি?
25. মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি?
26. 'নাতিশীতোষ্ণ মণ্ডল' শব্দে মোট অক্ষরের সংখ্যা-
৬টি
৮টি
৭টি
৯টি
27. তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
শসা
ঘাস
কলI
দল
28. ধ্বনি হলো-
দুটি শব্দের মিলন
ভাষার ক্ষুদ্রতম অংশ
অর্থবোধক শব্দসমষ্টি
ভাষায় লিখিত রূপ
30. স্বরবর্ণের 'কার' চিহ্ন কয়টি?
১০
১২
১১
31. কোন দুটি অঘোষ ধ্বনি?
চ,ছ
ব,ভ
দ,ধ
ঢ,ড
33. বর্ণ হলো ধ্বনির-
লিখিত রূপ
উচ্চারিত রূপ
ভাবরূপ
অনূদিত রূপ
34. কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই?
35. উচ্চারণের একক (Unit)-কে কী বলা হয়?
অক্ষর
উপসর্গ
অনুসর্গ
ধ্বনি
36. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলা হয়?
শব্দ
ধ্বনি
বর্ণ
চিহ্ন
37. কোন বর্ণে (মাত্রার উপর ভিত্তি করে) ৬টি মাত্রাহীন বর্ণ হয়েছে?
স্বরবর্ণ
অর্ধমাত্রার বর্ণ
ব্যাঞ্জনবর্ণ
কোনটিই নয়
38. ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয়ভাবে ভাগ করা হয়?
দুই
চার
তিন
পাঁচ
39. কোনগুলো মহাপ্রাণ ব্যঞ্জনের উদাহরণ?
প.ব. ত. দ
ফ, ভ. গ. ধ
দ. স. খ, হ
ট. ক, খ, গ
40. কথার টুকরো অংশকে কী বলে?
ধ্বনি
শব্দ
বাকা
অক্ষর