ধ্বনি ও বর্ণ MCQ
81. কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
ক.চ,ট,ত
শ.ম.স.হ
খ.ছ,ঠ.থ
গ.জ.ত.চ
82. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি?
ছয়টি
তিনটি
চারটি
পাঁচটি
83. ড় এবং ঢ় ধ্বনি দুটি কী ধ্বনি?
ঘোষ
অল্পপ্রাণ
তাড়নজাত
শিস
84. বাংলায় নাসিক্য ধ্বনি ক'টি?
দুটি
চারটি
তিনটি
পাঁচটি
85. 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
যৌগিক স্বরধ্বনি
তালব্য স্বরধ্বনি
মিলিত স্বরধ্বনি
কোনোটিই নয়
86. তালব্য বর্ণ কোনগুলি?
স, ও, ঘ. ত
খ. উ. ম. ল
ই, জ, ঞ, য়
র. ড়, ঢ়, ভ
87. যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রম অনুসৃত হয়নি-
ঈ, উ, ঊ, ঋ
র. ল, ব, য
ফ, ব, ভ, ম
অ,ঙ, চ, ছ, জ
88. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কী বলে?
নিম্ন-স্বরধ্বনি
জিভ-স্বরধ্বনি
অগ্র-স্বরধ্বনি
সম্মুখ-স্বরধ্বনি
89. নিচের কোন ধ্বনি বাংলায় নেই?
ওষ্ঠ্য
তালব্য
দন্তৌষ্ঠ্য
মূর্ধন্য
90. 'র' কোন জাতীয় ধ্বনি?
পার্শ্বিক ধ্বনি
তাড়নজাত ধ্বনি
কম্পনজাত ধ্বনি
স্পর্শ ধ্বনি
91. পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি?
ছ
হ
শ
ল
92. বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
আস্ত্র, বৃহৎ, মিঞা
আয়না, হরিণ, ঋণ
শিউলি, উচিত, বৃষ
রং, চাঁদ, দুঃখ
93. ওষ্ঠ্য' বর্ণ কোনগুলি?
ট, ঠ, ড, ঢ, ণ
প, ফ, ব, ভ, ম
ক. খ, গ, ঘ, ও
চ, ছ,জ,ঝ,ঞ
94. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-
৩২,৮.১০
৩০.৮.১২
৩২.৭.১১
৩২.৭,৯
95. 'অক্ষর' হচ্ছে-
শব্দের অংশ
পদের অংশ
বাক্যের অংশ
ধ্বনির অংশ
96. দন্ত্য বর্ণ কোনগুলি?
ক. খ. গ. ঘ
প. ফ, ব, ভ
ট, ঠ, ড, ঢ
ত, থ, দ, ধ
97. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?
আ
উ
ড
ঔ
98. 'ক' বর্গের ধ্বনিসমূহের উচ্চারণস্থান কোনটি?
জিহ্বামূল
পশ্চাৎদন্তমূল
অগ্রতালু
অগ্রদন্তমূল
99. তাড়নজাত ব্যাঞ্জনধ্বনি কোনটি?
ড় ঢ়
ক. খ
চ. ছ
প, ফ
100. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কি কি?
ই এবং উ
অ এবং এ
ঐ এবং ঔ
আ এবং ও