প্রকৃতি ও প্রত্যয় MCQ
81. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
ধাতু প্রত্যয়
কৃৎ প্রত্যয়
শব্দ প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
82. 'উক্তি' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
√উক+তি
√বচ্+ক্তি
√উচ্+ক্তি
√বচ্+তি
83. ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে-
তদ্ধিতান্ত শব্দ
কৃদন্ত শব্দ
তদ্ধিত প্রত্যয়
প্রাতিপদিক শব্দ
84. কাঁদ্+অন- কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?
কৃৎ প্রত্যয়
প্রাতিপদিক
তদ্ধিত প্রত্যয়
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
85. 'গমন' শব্দের মূল ধাতু কোনটি?
গতি
গম্য
গত
গম্
86. কৃৎ প্রত্যয় কাকে বলে?
শব্দের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
উপসর্গের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে
অর্থের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
87. 'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
√দর্শন + ইয়
√দৃশ্য + নীয়
√দৃশ্ + অনীয়
দর্শন + ঈয়