Image
প্রয়োগ-অপপ্রয়োগ MCQ
1. নিচের কোনটিতে শব্দরে অপপ্রয়োগ হয়নি-
জন্মবার্ষিক
অধীন
অজ্ঞনতা
তনুদেহ
2. 'যার বলে তুমি বলী, তার বলে আমি বলি' বাক্যে নিম্নরেখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
বলবান
নিবেদিত বস্তু
ত্যাগ
ব্যতীত
3. নিচের কোনটিতে মধ্য- স্বরগামের প্রয়োগ হয়েছে?
ফিল্ম> ফিলিম
সত্য > সত্যি
গ্লাস> গেলাস
শিক্ষা>শিকে
4. কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?
একত্র
ফলশ্রুতি
অধীনস্থ
কোনটিই নয়
5. কোনটি আপপ্রয়োগের দৃষ্টান্ত?
আয়ত্তাধীন
মিথস্ক্রিয়া
দিবারাত্র
দুরবস্থা
6. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই।
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
7. অপপ্রয়োগের দুষ্টান্ত নয়-
সুগন্ধফুল
বিষাদ মন্ডিত
সংযতবাক
সুনীল আকাশ
8. নিচের কোন শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে?
ক্রন্দণ
চাণক্য
মাণিক্য
গণ
9. নিচের যেটি বাংলা ভাষার অপপ্রয়োগের দৃষ্টান্ত-
সবগুলো
একত্র
কর্তৃপক্ষ
অনুষ্ঠাতব্য
10. হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি। এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে?
অসঙ্গতি
বিভাবনা
বিরোধাভাস
বিষম
11. 'দুই ভাইয়ের মধ্যে কোন কথা নেই।' এখানে 'কথা' শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে?
গল্প
অসগদ্ভাব
তর্ক
পরামর্শ
12. কোনটিতে অপপ্রয়োগ ঘটছে?
একত্রিত
জবাবদিহি
মিথস্ক্রিয়া
স্বায়ত্ব
13. কোনটি নির্ভুল বাক্য?
আদ্যবধি তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি
আদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি
অদ্যাবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
14. অপপ্রয়োগের দৃষ্টান্ত---
প্রতি ঘরে ঘরে
চরম দুরবস্থা
ঊর্ধ্বমুখী শিখা
কথার ফুলঝুরি
15. নিচের কোথায় হাইফেনের প্রয়োজনীয় প্রয়োগ হয়েছে?
খাওয়া-দাওয়া
সকাল-সকাল
ছেলে ভুলানো ছড়া
16. কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
অশ্রুজল
অঞ্জলি
কিংশুক
প্রদীপ
17. 'চাল নেই, চুলো নেই, মুখে বড় কথা।'- এখানে 'চাল' শব্দটি কোন অর্থে প্রয়োগ হয়েছে?
ফন্দি
ব্যবহার
আশ্রয়
গুণ
18. অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি?
বৃক্ষরাজি
শৈবালদল
সমৃদ্ধশালী
ঊর্মিমালা
19. 'সে চোখে হলুদ ফুল দেখছে' বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে?
বাচ্য প্রয়োগ
বাহুল্য
শব্দের অপপ্রয়োগ
প্রবচনের প্রয়োগ
20. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
এক
একত্রিত
একত্র
একাকিত্ব