Image
MCQ
121. সয়েল সিমেন্টে দৃঢ়ীকরণ করতে কাদামাটির ক্ষেত্রে সিমেন্টের পরিমাণ-
12 থেকে 20%
12 থেকে 15%
7 থেকে 12%
5 থেকে 10%
122. The foundation in which a cantilever beam is provided to join two footings is called. (যে ফাউন্ডেশনে একটি ক্যান্টিলিভার বিম প্রদান করে দুইটি ফুটিং সংযুক্ত করা হয় তাকে)
strip footing
combined footing
raft
strap footing
123. The lowest part of a structure which transmits the load to the soil is known as (কাঠামোর সর্বনিম্ন অংশ সেখানের মাটিতে লোড ট্রান্সফার করে তাকে)
super-structure
basement
foundation
plinth
124. সূক্ষ্মদানার মাটির কণার আকার-
0.07 মিমি হতে 0.002 মিমি
0.06 মিমি হতে 0.002 মিমি
0.05 মিমি হতে 0.002 মিমি
0.04 মিমি হতে 0.002 মিমি
125. ব্লাক কটন সয়েলের ক্ষেত্রে নিরাপদ ভারবহন ক্ষমতা ধর হয়-
20 t/m²
15 t/m²
10 t/m²
5 t/m²
126. দালানে সচরাচর ব্যবহৃত গভীর ভিত্তি হলো-
গ্রিলেজ ভিত্তি
র্যাফট ভিত্তি
পাইল ভিত্তি
ওয়েল ফাউন্ডেশন
127. কাদামাটির উপর ভিত্তি স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ অনুমোদনযোগ্য ডিফারেনশিয়াল সেটেলমেন্ট-
100 মিমি
20 মিমি
40 মিমি
10 মিমি
128. Black cotton soil is not suitable for foundation because its-
bearing capacity is low
permeabitily is uncertain
particles are cohesive
property undergo to volumetric change due to variation of moisture content
129. বৃহৎ অনুভূমিক বা তির্যক বল প্রতিরোধে পাইল ব্যবহার করা হয়-
টেনশন পাইল
অ্যাঙ্কর পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
130. নিচের কোনটির ভারবহন ক্ষমতা সর্বনিম্ন?
শক্ত পাথর
মোটা বালিমাটি
লেমিনেটেড পাথর
ব্লাক কটন সয়েল
131. অগভীর ভিত্তির জন্য কোন পদ্ধতিতে মাটি তদন্ত করা হয়?
ওপেন টেস্ট পিট
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
প্রবিং
133. নিচের কোনটির ভারবহন ক্ষমতা সর্বাধিক?
শক্ত পাথর
মোটা বালিমাটি
চিকন বালিমাটি
ব্লাক কটন সয়েল
134. দুটি RC footing-কে যখন RC beam দ্বারা যোগ করে। সমভাবে Pressure distribution করানো হয় তখন ঐ যুক্ত footing-কে বলা হয়-
Combined footing
Strap footing
Compound footing
Strip footing
135. যে পাইল প্রয়োজনীয় ভারবহন ক্ষমতাসম্পন্ন নিচের শক্ত স্তরে পাইলের উপর আগত কাঠামোর লোড স্থানান্তর করে, তাকে বলে-
কম্প্যাকশন পাইল
শিট পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
136. Undisturbed এবং disturbed soil-এর unconfined compressive strength-এর অনুপাতকে বলা হয়-
Bearing capacity
Sensitivity
Relative density
Thixotropy
137. The bearing capacity factor (Nc) of a deep foundation is generally- (গভীর ভিত্তির জন্য ভারবহন ক্ষমতা ফ্যাক্টর Nc সাধারণত কত)
9
6
7
8
138. According to Terzaghi, a foundation is said to be shallow if its depth is-than its width
equal to
less than
both (A) and (B)
none of the mentioned
139. কফারড্যাম নির্মাণকালে কোন পাইল ব্যবহার করা হয়-
টেনশন পাইল
ফ্রিকশন পাইল
শিট পাইল
বিয়ারিং পাইল
140. নরম কাদামাটির ক্ষেত্রে নিরাপদ ভারবহন ক্ষমতা ধরা হয়-
20 t/m²
15 /m²
10 t/m²
5t/m²