MCQ
41. বায়ান্নর দিনগুলো' কার লেখা?
আবুল মনসুর আহমদ
কাজী আবদুল ওদুদ
মোতাহের হোসেন চৌধুরী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
42. 'বায়ান্নর দিনগুলো'য় কারাবন্দি শেখ মুজিবুর রহমান জেল থেকে ছাড়া পেয়ে কয়দিন পর বাড়ি পৌঁছেছিলেন?
তিনদিন
চারদিন
পাঁচদিন
ছয়দিন
43. বায়ান্নর দিনগুলো' কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
একাত্তরের দিনগুলি
হাঙ্গর নদীর গ্রেনেড
আরেক ফাল্গুন
অসমাপ্ত আত্মজীবনী
44. অসমাপ্ত আত্মজীবনী'তে উল্লিখিত আন্দামান বলতে কি বুঝায়?
পাকিস্তান আমলের সরকারি অফিস
ইংরেজ আমলের জেলখানা
একটি সাগরের নাম
একটি জেলার নাম
45. 'মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।'যে রচনার উদ্ধৃতি-
রেইনকোট
বায়ান্নর দিনগুলো
বায়ান্নর দিনগুলো
অপরিচিতা
46. জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে?
একজন কর্মচারী
রাজনৈতিক সহকর্মী
সিভিল সার্জন
ডেপুটি জেলার
47. ভাষা সৈনিকদের শহিদ হওয়ার খবর শেখ মুজিবুর রহমান কীভাবে পেয়েছিলেন?
রেডিও শুনে
প্রহরীদের সহায়তায়
সিপাহিদের মাধ্যমে
বন্দিদের কাছ থেকে
48. কোনটি আত্মজীবনীমূলক রচনা
কমলাকান্তের দপ্তর
বায়ান্নর দিনগুলো
আমার পথ
মাসি-পিসি
49. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন?
মিল্লাত
ইত্তেহাদ
দৈনিক আজাদ
ইত্তেফাক
50. অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন?
৫টি
২টি
৪টি
১টি
51. 'মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না। তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে।' এখানে কাদের মুক্তির কথা বলা হয়েছে?
রাজবন্দিদের মুক্তি
বাঙালিদের মুক্তি
শোষিতের মুক্তি
পাকিস্তানিদের মুক্তি
52. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর দিনগুলো' তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
আবদুর রশিদ তর্কবাগীশ
খান সাহেব ওসমান আলী
মওলানা ভাসানী
মহিউদ্দিন আহমদ
53. ১৯৫২ সালের কত তারিখে বঙ্গবন্ধু কারাবাস থেকে মুক্তি পান? (
২২ ফেব্রুয়ারি
২৬ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি
২৮ ফেব্রুয়ারি
54. ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছিলেন?
চারটি
তিনটি
দুইটি
পাঁচটি
55. ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন?
ঢাকা
নারায়ণগঞ্জ
ফরিদপুর
চট্টগ্রাম
কাশিমপুর
56. আমরা অনশন ভাঙব না' কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে?
বায়ান্নর দিনগুলো
চাষার দুক্ষু
একুশে ফেব্রুয়ারি
আমার পথ
57. মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।'
বায়ান্নর দিনগুলো
আহব্বান
রেইনকোট
মাসি-পিসি
58. 'বায়ান্নর দিনগুলো' অনুসারে জেলখানায় অনশনকারীর সংখ্যা কতজন?
দুইজন
চারজন
তিনজন
পাঁচজন
59. ১৯৪৬ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান ফরিদপুরের কোন দায়িত্বে ছিলেন?
কমিশনার
ওয়ার্কার ইনচার্জ
পোলিং এজেন্ট
প্রিজাইডিং অফিসার
60. একদিন মরতেই হবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে।' উক্তিটি কার?
অনুপম
মিন্টু
মাসি-পিসি
শেখ মুজিবুর রহমান