বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারী MCQ
61. কোন সালে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়?
২০০৯
২০১০
২০১১
২০১২
62. বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি?
দুই স্তর
তিন স্তর
চার স্তর
পাঁচ স্তর
63. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম—
বাংলাদেশ কমিশন রিপোর্ট
জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট
বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট
কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট
64. ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ কোন ক্লাস পর্যন্ত?
পঞ্চম শ্রেণি
ষষ্ঠ শ্রেণি
সপ্তম শ্রেণি
অষ্টম শ্রেণি
65. কার নেতৃত্বে ২০১০ সালে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়?
অধ্যাপক কবীর চৌধুরী
মনিরুজ্জামান মিঞা অ
ধ্যাপক আনিসুজ্জামন
জিল্লুর রহমান সিদ্দিকী
66. ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণি পর্যন্ত?
৬ষ্ঠ অষ্টম শ্রেণি
৮ম - ১০ম শ্রেণি
৯ম - ১০ শ্রেণি
৯ম- দ্বাদশ শ্রেণি
67. ১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
এম. শামসুল হক
আজাদ চৌধুরী
মুস্তফা চৌধুরী
এ. এস. এইচ. কে. সাদেক
68. ১৯৭৪ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান—
মফিজ উদ্দিন
সামসুল হক
কুদরত-ই-খুদা
কেউই নন
69. কোন কমিশন একমুখী শিক্ষা কার্যক্রমের সুপারিশ করেছে?
সামসুল হক কমিশন
মফিজ কমিশন
মনিরুজ্জামান মিয়া কমিশন
কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
70. দেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে?
সার্জেন্ট কমিশন, ১৯৪৪
শরীফ কমিশন, ১৯৫৯
কুদরত-ই-খুদা কমিশন, ১৯৭৪
স্যাডলার কমিশন, ১৯৯৭
71. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠিত –
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
72. ১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
এম. শামসুল হক
আজাদ চৌধুরী
মুস্তফা চৌধুরী
এ. এস. এইচ. কে. সাদেক