Image
MCQ
141. ভারতের কোন রাজ্যে কর্ণফুলী নদীর উৎস?
ত্রিপুরা
মিজোরাম
মণিপুর
মেঘালয়
143. সিলেট ফোন নদীর তীরে অবস্থিত?
আড়িয়াল খাঁ
সুরমা
চন্দনা
রূপসা
145. যশোর কোন নদীর তীরে অবস্থিত?
পশুর
গড়াই
কপোতাক্ষ
যমুনা
146. ভৈরব নদীর অবস্থান কোথায়?
কিশোরগঞ্জ
বরিশাল
ঝিনাইদহ
খুলনা
147. বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
কীর্তনখোলা
মেঘনা
আড়িয়াল খাঁ
কোনোটিই নয়
148. ভৈরব নদীর তীরে কোন শহর অবস্থিত?
ভৈরব বাজায়
আশুগঞ্জ
মুন্সীগঞ্জ
খুলনা
149. পিয়াইন নদী কোন জেলায় অবস্থিত?
রংপুর
সিলেট
কক্সবাজার
বরিশাল
150. চিত্রা নদীর পাড়ে কোন শহর অবস্থিত?
ফরিদপুর
নড়াইল
মাদারীপুর
যশোর
151. ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত?
গোমতী
তিতাস
যমুনা
পদ্মা
152. টেকনাফ ফোন নদীর তীরে অবস্থিত?
পদ্মা
যমুনা
নাফ
কর্ণফুলী
153. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হলো-
লামার মইভার পর্বত
সিকিমের পার্বত্য অঞ্চল
তিব্বতের মানস সরোবর
মিজোরামের লুসাই পাহাড়
154. রজত রেখা নদী কোন জেলায় অবস্থিত?
রংপুর
গাইবান্ধা
মুন্সিগঞ্জ
নড়াইল
155. তেঁতুলিয়া কোন নদীর তীরে অবস্থিত?
আত্রাই
মহানন্দা
বাঙালি
যমুনেশ্বরী
156. রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম--
তিস্তা
ঘাঘট
ধরলা
বাসুলি
157. সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত?
মেঘনা
যমুনা
পদ্মা
ধলেশ্বরী
158. ভারতের কোন রাজ্যের একটি পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি?
ত্রিপুরা
মিজোরাম
মণিপুর
মেঘালয়
159. মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?
আড়িয়াল খাঁ
মধুমতি
কুমার
পদ্মা
160. কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত?
গড়াই
আত্রাই
পদ্মা
মহানন্দা