আধুনিক যুগ MCQ
101. জসীমউদ্দীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
মাটির কান্না
বালুচর
ধানক্ষেত
রাখালী
102. কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়?
টুনিমেম
তীর্থহীনা
অবিশ্বাস্য
পথে-প্রবাসে
103. কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?
চাচা-কাহিনী
বরফ গলা নদী
খেলারাম খেলে যা
কবি
104. কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন-
আবু সায়ীদ আইয়ুব
জসীমউদ্দীন
সৈয়দ মুজতবা আলী
আহসান হাবীব
105. সৈয়দ মুজতবা আলীর 'দেশে-বিদেশে' বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
দিল্লি
লাহোর
তেহরান
কাবুল
106. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
পঞ্চতন্ত্র
কালান্তর
প্রবন্ধ সংগ্রহ
শাশ্বত বঙ্গ
107. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
১ মার্চ, ১৯১৯
১৪ আগস্ট, ১৯৪৭
১৭ মার্চ, ১৯২০
২১ জুন, ১৯৪১
108. রম্য রচনার লেখক হিসেবে সুপরিচিত-
প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ
গাজী শামসুর রহমান
মুহম্মদ আবদুল হাই
সৈয়দ মুজতবা আলী
109. 'ময়ূরকণ্ঠী' কোন ধরনের রচনা?
কাব্যগ্রন্থ
রম্যরচনা
উপন্যাস
ভ্রমণ বৃত্তান্ত
110. 'ঠাকুর বাড়ির আঙিনায়' কার আত্মকথামূলক রচনা?
জসীমউদ্দীন
মৃণালিনী দেবী
রবীন্দ্রনাথ ঠাকুর
শওকত ওসমান
111. কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা?
এলেবেলে
প্রতিভার খেলা
প্রফুল্ল
ময়ূরকণ্ঠী
112. 'ঐ দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাধ আজ জাগে।' বিখ্যাত এই পঙ্ক্তিদ্বয়ের রচয়িতা কে?
বন্দে আলী মিয়া
জসীমউদ্দীন
গোলাম মোস্তফা
কে জি মোস্তফা
113. 'পঞ্চতন্ত্র' গ্রন্থের লেখক কে?
সৈয়দ আলী আহসান
সৈয়দ ওয়ালীউল্লাহ
সৈয়দ মুজতবা আলী
সৈয়দ আশরাফ আলী
114. 'দেশে-বিদেশে' বইটির লেখক কে?
মুনীর চৌধুরী
মুজতবা আলী
শামসুল হক
আবদুল কাদির
115. জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
১৭ জুন
১৭ মার্চ
১৭ ফেব্রুয়ারি
১৭ এপ্রিল
116. 'শবনম' উপন্যাস কার রচনা?
মানিক বন্দ্যোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সৈয়দ মুজতবা আলী
117. 'পাদটীকা' গল্পটি কে লিখেছেন?
শওকত ওসমান
হুমায়ূন আহমেদ
মুজতবা আলী
আনোয়ার পাশা
118. 'চাচা কাহিনী'র লেখক কে?
সৈয়দ শামসুল হক
শওকত ওসমান
সৈয়দ মুজতবা আলী
আবুল মনসুর আহমদ
119. নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত?
বিশ্ব নারী দিবস
জাতীয় শিশু দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বিশ্ব পরিবেশ দিবস
120. 'দেশে-বিদেশে' কোন শ্রেণির রচনা?
আত্মজীবনী
ভৌগোলিক বিবরণ
ভ্রমণকাহিনী
শিক্ষাবিষয়ক